ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF | Festivals of India State wise List in Bengali PDF
সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন রাজ্যের উৎসব থেকে বেশি বেশি করে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন রাজ্যের উৎসব PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের উল্লেখযোগ্য উৎসব সমূহ তালিকাকারে দেওয়া আছে।
বিভিন্ন রাজ্যের উৎসব
রাজ্য | উৎসব |
---|---|
অন্ধ্রপ্রদেশ | উগাদি, ব্রহ্মোৎসব |
অরুণাচল প্রদেশ | লোসার উৎসব, রেহ উৎসব, ড্রী উৎসব, মোপিন |
আসাম | বিহু, অম্বুবাচি উৎসব |
বিহার | ছট্ পূজা, বিহুলা |
ছত্তিশগড় | মাঘি পূর্ণিমা |
গোয়া | মান্দ, কার্নিভাল |
গুজরাট | নবরাত্রি, জন্মাষ্টমী, উত্তরায়ণ, Kutch উৎসব |
হিমাচল প্রদেশ | রাখাদুমনি, গোচি উৎসব |
হরিয়ানা | বৈশাখী |
জম্মু ও কাশ্মীর | হর নবমী, ছড়ি, বাহু মেলা, দসমোচে |
ঝাড়খণ্ড | করম উৎসব, হোলি, রোহিণী, টুসু |
কর্ণাটক | মহীশুর দশেরা, উগাদি |
কেরালা | ওনাম, বিষু |
লাদাখ | লোসার উৎসব, হেমিস |
মধ্যপ্রদেশ | লোক-রঙ উৎসব, তেজাজি, খুজারাহো |
মেঘালয় | খাসি, ওয়াংগালা |
মহারাষ্ট্র | গণেশ উৎসব, গুড়ি পড়বা |
মণিপুর | ইয়াওশাং, পোরাগ, চাভাং কূট |
মিজোরাম | চাপচার কুট |
নাগাল্যান্ড | হর্নবিল উৎসব, মোয়াটসু উৎসব |
ওড়িশা | রথযাত্রা, নুকাহাই, রাজা পর্ব |
পাঞ্জাব | লোহরি, বৈশাখী |
রাজস্থান | গঙ্গৌর, বুন্দি |
সিকিম | লোসার উৎসব, সাগা দাওয়া |
তামিলনাড়ু | পোঙ্গল, জালিকাট্টু |
তেলেঙ্গানা | বোনালু, বাথুকাম্মা |
ত্রিপুরা | খার্চি পূজা |
উত্তরাখণ্ড | গঙ্গা দশেরা |
উত্তরপ্রদেশ | রাম নবমী, নবরাত্রি, গঙ্গা মহোৎসব |
পশ্চিমবঙ্গ | দুর্গাপূজা, দোল পূর্ণিমা |
বিভিন্ন রাজ্যের উৎসব PDF
File Details :
File Name : Festivals of India State wise List
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 mb
Important Questions :
■ উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
Ans: অন্ধ্রপ্রদেশ।
■ রেহ কোন রাজ্যের উৎসব ?
Ans: অরুণাচল প্রদেশ।
■ বিহু কোন রাজ্যের উৎসব ?
Ans: আসাম।
■ বিহুলা উৎসব কোন রাজ্যে জনপ্রিয় ?
Ans: বিহার।
■ Kutch উৎসব কোন রাজ্যের ?
Ans: গুজরাট।
■ বৈশাখী কোন রাজ্যের উৎসব ?
Ans: পাঞ্জাব ও হরিয়ানা।
■ বিষু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব ?
Ans: কেরল।
■ লোসার কোন রাজ্যের উৎসব ?
Ans: লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ।
■ চাপচার কুট উৎসব কোন রাজ্যের ?
Ans: মিজোরাম।
■ পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?
Ans: তামিলনাড়ু।
■ জালিকাট্টু কোন রাজ্যের উৎসব ?
Ans: তামিলনাড়ু।
■ হেমিস কোন রাজ্যের উৎসব ?
Ans: জম্মু ও কাশ্মীর।
■ ওনাম কোন রাজ্যের উৎসব ?
Ans: কেরল।