February Last Week 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ফেব্রুয়ারি শেষ সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
February 2024 Last Week CA Quiz
কুইজ
ফেব্রুয়ারি শেষ সপ্তাহ ২০২৪
প্রশ্ন সংখ্যা
৩৩টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. লোকপালের চেয়ার পারসন পদে নিযুক্ত হলেন কে?
#2. Global Intellectual Property Index 2024-এ ভারতের স্থান কত?
#3. বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায়?
#4. কোথায় ISRO-র দ্বিতীয় স্পেসপোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
#5. জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে?
#6. বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হলো কোথায়?
#7. সম্প্রতি প্রয়াত কুমার শাহানি কে ছিলেন?
#8. Archery Asia Cup 2024-এ ভারত মোট কয়টি মেডেল জিতলো?
#9. NTPC-এর অপারেশন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
#10. বিশ্ব NGO দিবস পালন করা হয় কবে?
#11. সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন?
#12. ব্রিটিশ যুগের মুসলিম বিবাহ আইন বাতিল করলো কোন রাজ্য?