February 3rd Week 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
February 2024 Third Week CA Quiz
কুইজ
ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ ২০২৪
প্রশ্ন সংখ্যা
২৮টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে?
#2. লোক সভা নির্বাচনের জন্য পাঞ্জাবের ‘State Icon’ হিসাবে নিযুক্ত হলেন কে?
#3. Asha Kirana Scheme লঞ্চ করলো কোন রাজ্য?
#4. One Nation, One Election পলিসির বিরুদ্ধে প্রস্তাব পেশ করলো কোন রাজ্য?
#5. “Dabbling In Diplomacy” শিরোনামে বই লিখলেন কে?
#6. Henley Passport Index 2024-এ ভারতের স্থান কত?
#7. বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে?
#8. লেটেস্ট FIFA Rankings-এ ভারতীয় ফুটবল টিমের স্থান কত?
#9. মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য?
#10. ভারতের প্রথম French Film Festival শুরু হলো কোথায়?
#11. ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কার ২০২৪ পাচ্ছেন কে?
#12. কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে NASA?
#13. দ্রুততম ৫০০টি টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হলেন কে?
#14. সম্প্রতি প্রয়াত কবিতা চৌধুরী কে ছিলেন?
#15. 12th MILAN Naval Exercise হোস্ট করবে কোন শহর?
#16. সম্প্রতি সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিল কোন দেশ?
#17. দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের পুরস্কার মূল্য ১০ লাখ থেকে বাড়িয়ে কত করা হলো?
#18. 2024 Chess Olympiad হোস্ট করবে কোন দেশ?
#19. বনভূমি বৃদ্ধি করতে ‘Van Mitra’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
#20. দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা TTE হিসাবে নিযুক্ত হলেন কে?
#21. জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশ?
#22. ডোপিং করায় ১২ বছরের জন্য ব্যান হওয়া রচনা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত?
#23. কোন রাজ্যের “রাজ্য ফল” হিসাবে ঘোষিত হলো কাজী নেমু?
#24. ২০২৪ জানুয়ারি মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month Award জিতলেন কে?
#25. সম্প্রতি প্রয়াত দত্তজিরাও গাইকওয়ার কে ছিলেন
#26. ভারতের প্রথম কোম্পানি হিসাবে ২০ লক্ষ কোটি টাকার বাজারমূল্য স্পর্শ করলো কে?