February 2023 3rd Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রইলো ফেব্রুয়ারি ২০২৩ তৃতীয় সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। কুইজটির মধ্যে শুধুমাত্র বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে। এই ধরনের কুইজগুলিতে অংশ গ্রহণের মাধ্যমে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে নিজেদের শক্তিশালী করে তুলতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
February 2023 3rd Week CA Quiz
কুইজ
ফেব্রুয়ারি ২০২৩ তৃতীয় সপ্তাহ
প্রশ্ন সংখ্যা
৩১টি
সময়
১০ মিনিট
QUIZ START
Results
#1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে?
#2. শিশু মানবাধিকার ক্ষেত্রে UNICEF India-র ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
#3. আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান সম্পূর্ণকারী ষষ্ঠ ব্যাটার হলেন কে?
#4. উত্তরাখণ্ডে কোন দেশের সাথে “Dustlik” নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত?
#5. ১৮তম World Security Congress আয়োজিত হলো কোথায়?
#6. বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে?
#7. OECD’s Services Trade Restrictiveness Index-এ ভারতের স্থান কত?
#8. সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কতগুলি চিতা এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হলো?
#9. বিশ্বে দ্বিতীয় ধীর গতির শহর হলো কোনটি?
#10. সুজলম-সুফলম জল অভিযান-এর ষষ্ঠ দফা লঞ্চ করলো কোন রাজ্য?
#11. প্রথম রাজ্য স্তরে চিংড়ি মেলা শুরু হলো কোথায়?
#12. বাংলাকে পরাজিত করে রঞ্জি ট্রফি জিতলো কোন টিম?
#13. ৪৯তম GST Council-এর মিটিং অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
#14. কৃষিক্ষেত্রে কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?
#15. সম্প্রতি প্রয়াত বিজয় কুমার কিচলু কে ছিলেন?
#16. YouTube-এর নতুন CEO পদে নিযুক্ত হচ্ছেন কোন ভারতীয় বংশোদ্ভূত?