February 1st Week 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
February 2024 First Week CA Quiz
কুইজ | ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ ২০২৪ |
প্রশ্ন সংখ্যা | ৩৩টি |
সময় | ৫ মিনিট |
QUIZ START
#1. কোন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেন্দ্র প্রসাদ গুপ্ত?
#2. গগনযান মিশনের পূর্বে "ব্যোমমিত্র" নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে কে?
#3. 2026 FIFA World Cup final হোস্ট করবে কোন শহর?
#4. কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন বনবারীলাল পুরোহিত?
#5. ভারতের হেল্থ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?
#6. “Dhami Against Drugs Campaign” লঞ্চ করলেন কোন রাজ্য সরকার?
#7. ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে?
#8. সম্প্রতি Jielong-3 নামে রকেট লঞ্চ করলো কোন দেশ?
#9. কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রিতু বাহরী?
#10. কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি?
#11. 67th All India Police Duty Meet আয়োজিত হচ্ছে কোথায়?
#12. সম্প্রতি ভারত রত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ?
#13. ২০২৩ সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কে?
#14. বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে?
#15. ২০২৪ প্যারিস অলিম্পিকের "মশাল বহনকারী" হিসাবে নির্বাচিত হলেন কে?
#16. boAt কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে?
#17. মহারাষ্ট্র সরকারের থেকে Maha Gaurav 2024 অ্যাওয়ার্ড পেলেন কে?
#18. উত্তর ভারতের প্রথম Human DNA Bank তৈরি করা হচ্ছে কোথায়?
#19. কোন সালটিকে ‘Year Of Naval Civilians’ হিসাবে ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি?
#20. কোথায় Bharat Mobility Global Expo 2024 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
#21. ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো কোন দেশ?
#22. কোন রাজ্যের নতুন DGP পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার?
#23. কেন্দ্রের ২০২৪ অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে?
#24. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে?
#25. সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত?
#26. কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছে চম্পই সোরেন?
#27. ২০২৪ সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করছে কোন দেশ?
#28. Khelo India Youth Games 2024-এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য?
#29. ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে?
#30. 2023 Corruption Index-এ ভারতের স্থান কত?
#31. সম্প্রতি প্রয়াত রাধা চম্পাকালক্ষ্মী কে ছিলেন?
#32. Khelo India Winter Games 2024-এর ম্যাসকট হলো কোনটি?
#33. কোন রাজ্য পুলিশের DSP পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা?
Finish