Sunday, December 29, 2024
Homeচাকরির খবরখাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

খাদ্য দপ্তরে 5043টি পদে কর্মী নিয়োগ 2022

খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | FCI Grade 3 Recruitment Notification 2022

খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022
খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

সুপ্রিয় বন্ধুরা,
ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে নন-এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো প্রান্ত থেকে ছেলে-মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই নিয়োগে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বেতন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম

  • J.E. (Civil Engineering)
  • J.E. (Electrical Mechanical Engineering)
  • Steno. Grade-II
  • AG-III (General)
  • AG-III (Accounts)
  • AG-III (Technical)
  • AG-III (Depot)
  • AG-III (Hindi)

শুন্যপদ

মোট শুন্যপদ 5043টি।

Zone Wise Vacancies
ZoneVacancies
North Zone2388
South Zone989
East Zone768
West Zone713
North East Zone185
Total5043

আপনারা যেকোনো জোনে আবেদন করতে পারবেন। তবে যেকোনো একটি জোনে এবং একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

28,200 – 1,03,400 টাকা পর্যন্ত।

বয়সসীমা

01.08.2022 তারিখ অনুযায়ী 28 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে কোনো কোনো পদের ক্ষেত্রে 25 ও 27 বছর।

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তাই আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন তার নির্দেশাবলী অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।

আবেদন মূল্য

500 টাকা, তবে SC / ST / PwBD / মহিলাদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না।

নিয়োগ পদ্ধতি

  • Phase:I – Online Test
  • Phase:II – Online Test

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু06.09.2022
আবেদন প্রক্রিয়া শেষ05.10.2022

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts