পরিবেশ বিজ্ঞান কুইজ | Environmental Science Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রইলো পরিবেশ বিজ্ঞান কুইজ। যার মধ্যে পরিবেশ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
Environmental Science Quiz
কুইজ
পরিবেশ বিজ্ঞান
প্রশ্ন সংখ্যা
৫০টি
সময়
২৫ মিনিট
QUIZ START
Results
Congratulations
Better Luck Next Time
#1. ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে ?
#2. বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয় ?
#3. গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি ?
#4. ইকোসিস্টেম নামকরণ করেন কে ?
#5. শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
#6. ওজোন হোল এর নামকরণ করেছেন কে ?
#7. চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ?
#8. ধোঁয়াশা কি ?
#9. কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
#10. নিম্নলিখিত কোনটি গ্যাসিয় চক্র নয় ?
#11. জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
#12. নদীর প্রবাহমান জলকে কি বলে ?
#13. পরাগরেণু থেকে কি রোগ হয় ?
#14. হ্যাবিট্যাট সম্বন্ধে অধ্যয়নকে কি বলে ?
#15. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশী ?
#16. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
#17. আরাবাড়ি মডেল কি কারণের জন্য বিখ্যাত ?
#18. মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় ?
#19. বায়ু কি পদার্থ ?
#20. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
#21. ইলেট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায় ?
#22. ইস্পাত শিল্পে বায়ুদূষণ রোধ করা হয় কি ব্যবহার করে ?
#23. বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হল –
#24. জলের আপেক্ষিক তাপ –
#25. জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি ?
#26. অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে ?
#27. মৃত্তিকার দ্বারা ছত্রাকঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম কি ?
#28. মৃত্তিকা দূষণের ভয়ঙ্করতর সমস্যার উৎস হল –
#29. কলেরা কি ঘটিত রোগ ?
#30. ফাইলেরিয়া কি ঘটিত রোগ ?
#31. প্লেগ রোগের বাহক কে ?
#32. ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?
#33. ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত –
#34. বিজিনোসিস রোগ দেখা যায় –
#35. ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুজ্বর প্রভৃতি হল –
#36. বিশ্বের কতভাগ ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ?
#37. শব্দদূষণ পরিমাপের একক কি ?
#38. তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন ?
#39. রেডিয়াম কে আবিষ্কার করেন ?
#40. গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে ?
#41. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?
#42. প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে ?
#43. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি ?
#44. অপ্রচলিত শক্তির উৎস হল –
#45. নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম ?
#46. পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে ?
#47. সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি ?
#48. পশ্চিমবঙ্গে গণ্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
Hii
It’s good
It’s well
Good
Excellent quiz