Saturday, December 21, 2024
Homeস্ট্যাটিক জিকেভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF

ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF

শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন

ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF | Education Commissions of India

ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF
ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের জন্য রইলো ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF, যেটিতে ভারতের শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশনের নাম এবং সেটি কবে গঠিত হয়েছিল তা তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয় ? কোঠারি কমিশন কবে গঠিত হয় ? ইত্যাদি।

ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন

কমিটি বা কমিশনসাল
উডের ডেসপ্যাচ১৮৫৪
হান্টার কমিশন/ভারতীয় শিক্ষা কমিশন১৮৮২
রেলিঘ কমিশন১৯০২
স্যাডলার কমিশন/ কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন১৯১৭
হার্টগ কমিটি১৯২৯
লিন্ডসে কমিশন১৯২৯
ওয়ার্ধা পরিকল্পনা১৯৩৭
বুনিয়াদি শিক্ষা বা নঈ তালিম১৯৩৭
সার্জেন্ট পরিকল্পনা১৯৪৪
রাধাকৃষ্ণণ কমিশন (উচ্চশিক্ষা)১৯৪৮-৪৯
মুদালিয়র কমিশন/মাধ্যমিক শিক্ষা কমিশন১৯৫২
হংস মেহতা কমিটি (নারীশিক্ষা)১৯৬১
কোঠারি কমিশন১৯৬৪
প্রথম জাতীয় শিক্ষানীতি১৯৬৮
দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি১৯৮৬
অপারেশন ব্ল্যাকবোর্ড১৯৮৭
জনার্দন রেড্ডি কমিটি১৯৯২
ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন তালিকা PDF

File Details :


File Name : Education Commissions of India
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts