ভারতীয় পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2023 | Eastern Railway Apprentice Recruitment 2023
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে পূর্ব রেলের বিভিন্ন কেন্দ্রে অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মনে রাখবেন এটা শুধুমাত্র একটি ট্রেনিং, কোনোরকম চাকরি না। এই ট্রেনিং এর মাধ্যমে পূর্ব রেলের বিভিন্ন কেন্দ্রে কাজ শেখার সুযোগ পাবেন।
রিক্রুটমেন্ট বোর্ড | রেলওয়ে রিক্রুটমেন্ট সেল |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শুন্যপদ | ৩১১৫টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
প্রশিক্ষণের নাম :
অ্যাপ্রেন্টিস।
যেসব ট্রেডে নিয়োগ করা হবে :
- Fitter
- Welder
- Machinist
- Carpenter
- Painter
- Lineman
- Electrician
- Wireman
- etc
ডিভিশন অনুযায়ী শুন্যপদ :
ডিভিশন | শুন্যপদ |
---|---|
হাওড়া | ৬৫৯ |
লিলুয়া | ৬১২ |
শিয়ালদহ | ৪৪০ |
কাঁচরাপাড়া | ১৮৭ |
মালদা | ১৩৮ |
আসানসোল | ৪১২ |
জামালপুর | ৬৬৭ |
মোট | ৩১১৫ |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :
আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে SC / ST / PwBD / Women প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭শে সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৬শে অক্টোবর ২০২৩ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |