Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরসরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে চাকরি ২০২৩

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে চাকরি ২০২৩

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কর্মী নিয়োগ

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে চাকরি ২০২৩ | Durgapur Projects Limited Recruitment 2023

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে চাকরি ২০২৩
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে চাকরি ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে Safety Officer এবং Assistant Mine Manager পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :
  • Safety Officer
  • Assistant Mine Manager
শুন্যপদ :
  • Safety Officer -১টি।
  • Assistant Mine Manager – ৩টি।
মাসিক বেতন :
  • Safety Officer – ৬৬,০০০/- টাকা।
  • Assistant Mine Manager – ৬০,০০০/- টাকা।
বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ভারত সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আবেদন পদ্ধতি :

ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান :

DPL Kolkata Office, 1593, Rajdanga Main Road, Kolkata-700107 (Landmark –Ruby General Hospital More)

ইন্টারভিউর তারিখ :

৩০শে জানুয়ারি ২০২৩, রিপোর্টিং টাইম বেলা ১১.৩০।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদনের লিঙ্কক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts