Tuesday, January 21, 2025
Homeশিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ববুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকা | Distribution of IQ

বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকা | Distribution of IQ

বুদ্ধির বণ্টনের তালিকা

বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকা | Distribution of IQ

বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকা
বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকা

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আপনাদের বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকাটি প্রদান করলাম। প্রাইমারি টেট, সিটেট সহ বিভিন্ন চাকরির পরীক্ষার এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- যাদের বুদ্ধ্যঙ্কের মান ১৪০ এর উপরে তাদের কি বলা হয়ে থাকে ? যাদের বুদ্ধ্যঙ্কের মান ৬৯ এর নীচে তাদের কি বলা হয় ? ইত্যাদি। সুতরাং তালিকাটি খুব ভালো করে দেখে নিন।

বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকা
বুদ্ধ্যঙ্কশ্রেণিবিভাগ
১৪০ এর উপরেঅত্যন্ত উচ্চমানসম্পন্ন
১২০-১৩৯উচ্চমানসম্পন্ন
১১০-১১৯গড় মানের উচ্চমানসম্পন্ন
১০০-১০৯গড় মানসম্পন্ন
৮০-৮৯গড় মানের নিম্নমানসম্পন্ন
৭০-৭৯প্রান্তীয় স্বল্পবুদ্ধিসম্পন্ন
৬৯ এর নীচেক্ষীণবুদ্ধিসম্পন্ন
টারমান কৃত বুদ্ধির বণ্টনের তালিকা
বুদ্ধ্যঙ্কশ্রেণিবিভাগ
১৪০ এর উপরেঅত্যন্ত মেধাবী
১২০-১৩৯উচ্চ মেধাসম্পন্ন
১১০-১১৯মেধাবী
৯০-১০০সাধারণ (গড়)
৮০-৮৯অল্প বুদ্ধিসম্পন্ন
৭০-৭৯খুব অল্প বুদ্ধিসম্পন্ন
৭০মানসিক প্রতিবন্ধী
Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts