বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ তালিকা PDF টি প্রদান করলাম। যেটিতে বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থের ফলে সংঘটিত রোগের নাম তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- মিনামাটা রোগ কিসের জন্য হয় ? ব্ল্যাকফুট রোগ কোন ধাতুর প্রভাবে হয় ? ইটাই ইটাই রোগ কিসের জন্য হয় ? ইত্যাদি।
বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ
রোগ | দূষক |
---|---|
মিনামাটা | পারদ |
পিঙ্ক ডিজিজ | পারদ |
ব্ল্যাকফুট | আর্সেনিক |
ডার্মাটাইটিস | ক্রোমিয়াম |
লিউকেমিয়া | বেনজিন বাষ্প |
হোয়াইট লাঙ্গ ক্যানসার | টেক্সটাইল ইন্ডাস্ট্রি |
মেসোথেলিওমা | অ্যাসবেস্টস |
ডিসলেক্সিয়া | সীসা |
ডেভন কলিক | সীসা |
ব্ল্যাক লাং | কয়লা |
ইটাই ইটাই | ক্যাডমিয়াম |
বাইসিনোসিস | তুলা |
সিডেরোসিস | লোহা |
সিলিকোসিস | ক্রিস্টালাইজড সিলিকা বা স্ফোটিকাকৃতি বালি |
বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ PDF
File Details :
File Name : বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.5 MB
Apnara ki free te pdf den
Haa