December 2023 Last Week Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ডিসেম্বর ২০২৩ শেষ সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
December 2023 Last Week CA Quiz
কুইজ
ডিসেম্বর ২০২৩ শেষ সপ্তাহ
প্রশ্ন সংখ্যা
৪০টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. LIC-এর চিফ রিস্ক অফিসার পদে নিযুক্ত হলেন কে?
#2. 12th DIVYA KALA MELA-2023 উদ্বোধন করা হলো কোথায়?
#3. স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো ভারত?
#4. ভারতের “পেট্রো ক্যাপিটাল”-এর তকমা অর্জন করলো কে?
#5. নাগরিকদের চাহিদা পূরণের জন্য “প্রজা পালন প্রোগ্রাম” লঞ্চ করলো কোন রাজ্য?
#6. পশ্চিমবঙ্গের নতুন DGP পদে নিযুক্ত হলেন কে?
#7. কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন শ্রী চন্দ্রশেখর?
#8. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে কত গুলি বাঘ মারা গেছে ভারতে?
#9. ISAE Fellow 2023 শিরোপা পেলেন কে?
#10. 99th World Music Festival অনুষ্ঠিত হলো কোথায়?
#11. অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কী রাখা হচ্ছে?
#12. অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হচ্ছে?
#13. কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করছে ISRO?
#14. ‘MY Bharat’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?
#15. Rooftop Solar Capacity Installation-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?
#16. তেল কেনার জন্য কোন দেশকে প্রথম রুপিতে পেমেন্ট করলো ভারত?
#17. কোন দেশে ৫টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত?
#18. আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয় কবে?
#19. 28th International Sindhi Conference হোস্ট করলো কে?
#20. National Energy Conservation Award 2023-এ প্রথম স্থান পেল কোন রাজ্য?
#21. 2023 SASTRA Ramanujan Award জিতলেন কে?
#22. FIFA Club World Cup 2023 জিতলো কোন ক্লাব?
#23. Bombay Stock Exchange (BSE)-এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
#24. ভারতে বীর বাল দিবস পালন করা হয় কবে?
#25. কোন চাষীদের জন্য “Paat-Mitro” অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র?
#26. Khelo India Youth Games 2024-এর অফিসিয়াল ম্যাসকট হলো কোনটি?
#27. প্রতিবন্ধী ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে Best Male Athlete Award জিতলেন কে?
#28. জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে?
#29. National Energy Conservation Award 2023 পেল কোন কোম্পানি?
#30. কোন সালটিকে “আন্তর্জাতিক উট বর্ষ” হিসাবে ঘোষণা করলো জাতি সংঘ?
#31. Chennai Grand Masters 2023 টাইটেল জিতলেন কে?
#32. Miss Continental International 2023 শিরোপা জিতলেন কে?
#33. ‘CMD Of The Year’ অ্যাওয়ার্ড জিতলেন কে?
#34. জাতীয় কিষাণ দিবস পালন করা হয় কবে?
#35. বাংলা ভাষায় “জলের উপর পানি” শিরোনামে উপন্যাসের জন্য Sahitya Akademi Award 2023 পেলেন কে?
#36. চন্দ্রযান-৩ মিশনের জন্য Leif Erikson Lunar Prize জিতলো কে?
#37. Rajiv Gandhi Swarozgaar Yojna লঞ্চ করলো কোন রাজ্য?
#38. সম্প্রতি মরণোত্তর “বীর চক্র” পুরস্কার পেলেন কে?