Monday, December 30, 2024
Homeজেনারেল নলেজকরোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | Coronavirus Related Questions Answers

করোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | Coronavirus Related Questions Answers

করোনা ভাইরাস সম্পর্কে তথ্য

করোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | Coronavirus (Covid-19) Related Questions and Answers in Bengali

করোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
করোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের করোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে করোনা ভাইরাস তথা কোভিড-১৯ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটির মাধ্যমে আপনারা করোনা ভাইরাস সম্পর্কিত প্রাথমিক তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন। সুতরাং করোনা ভাইরাস প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন –

প্রশ্ন: প্রথম করোনা রোগী শনাক্ত হয় কোথায় ?
উত্তর: চীনের উহানে।

প্রশ্ন: করোনা সংক্রমণ না ছড়ানোর সম্ভাব্য উপায় কি ?
উত্তর: সোশ্যাল ডিস্টেন্সিং।

প্রশ্ন: Covid-19 এর পূর্ণরূপ কী ?
উত্তর: Coronavirus Disease 2019.

প্রশ্ন: বিশ্বে কোভিড-১৯ বিষয়ে উপদেশ প্রদান করেছে কোন সংস্থা ?
উত্তর: WHO.

প্রশ্ন: WHO করোনা ভাইরাস যুক্ত রোগকে কি নাম দিয়েছে ?
উত্তর: কোভিড-১৯.

প্রশ্ন: COVID-19 এর ‘CO’ বলতে কি বোঝায় ?
উত্তর: Corona.

প্রশ্ন: COVID-19 এর ‘VI’ বলতে কি বোঝায় ?
উত্তর: Virus.

প্রশ্ন: COVID-19 এর ‘D’ বলতে কি বোঝায় ?
উত্তর: Disease.

প্রশ্ন: কোভিড-১৯ রোগীর প্রধান সমস্যা কি দেখা যায় ?
উত্তর: শ্বাসজনিত সমস্যা।

প্রশ্ন: করোনার উপসর্গ কত দিনে দেখা দেয় ?
উত্তর: ২-১৪ দিনের মধ্যে।

প্রশ্ন: COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি ?
উত্তর: SARS-COV-2.

প্রশ্ন: করোনা ভাইরাসের সাধারণ উপসর্গ গুলি কি কি ?
উত্তর: জ্বর, শ্বাসকষ্ট ও শুকনো কাশি।

প্রশ্ন: কোয়ারেন্টাইন কোন ভাষার শব্দ ?
উত্তর: ইতালীয় ভাষার শব্দ।

প্রশ্ন: সংক্রমিত ব্যক্তি থেকে করোনা রোগ ছড়ায় কীসের মাধ্যমে ?
উত্তর: ড্রপলেটের মাধ্যমে।

প্রশ্ন: স্যানিটাইজারে কত শতাংশ অ্যালকোহল থাকে ?
উত্তর: ৬০ শতাংশ।

প্রশ্ন: কোভিড সংক্রমণ হয়েছে কিনা জানতে কোন টেস্ট করা হয় ?
উত্তর: আরটিপিসিআর।

প্রশ্ন: পৃথিবীর প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন কোনটি ?
উত্তর: স্পুটনিক-৫, রাশিয়া।

প্রশ্ন: কোভিড অ্যাকশন প্ল্যান চালু করেছে –
উত্তর: WEF.

প্রশ্ন: করোনা (কোভিড-১৯) কোন ধরনের ভাইরাস ?
উত্তর: আরএনএ ভাইরাস।

প্রশ্ন: করোনা ভাইরাসকে আন্তর্জাতিকভাবে কী নামে আখ্যায়িত করা হয়েছে ?
উত্তর: কোভিড-১৯।

প্রশ্ন: করোনা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তর: ল্যাটিন ভাষা।

প্রশ্ন: করোনা শব্দের আভিধানিক অর্থ কি ?
উত্তর: মুকুট।

প্রশ্ন: কোভিড-১৯ কবে নামকরণ করা হয় ?
উত্তর: ১১ই ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন: PPE এর পূর্নরুপ কি ?
উত্তর: Personal Protective Equipment.

করোনা ভাইরাস প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Coronavirus (Covid-19) Related Questions Answers
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts