Monday, December 23, 2024
Homeচাকরির খবরকোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ | Cooch Behar Health Recruitment 2023

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোচ বিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে AYUSH MO এবং MTS পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :
  • AYUSH MO
  • MTS
শুন্যপদ :
  • AYUSH MO – ০১টি।
  • MTS – ০১টি।
শিক্ষাগত যোগ্যতা :
  • AYUSH MO – HMO/SAMO/UMO -এর একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে এবং জেলার AUSH ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তাহলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • MTS – এই পদে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বেতন :
  • AYUSH MO পদের ক্ষেত্রে দৈনিক ১০০০ টাকা।
  • MTS পদের ক্ষেত্রে দৈনিক ৫০০ টাকা।
বয়সসীমা :
  • AYUSH MO পদের ক্ষেত্রে ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • MTS পদের ক্ষেত্রে ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
নিয়োগ পদ্ধতি :

ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি :

ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
  • শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।
  • ভোটার কার্ড বা আধার কার্ড।
  • PPO-এর অরিজিনাল কপি অথবা রিলিজ অর্ডার (Ayush MO পদের ক্ষেত্রে)।
  • সমস্ত ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড সহ জেরক্স কপি।
  • দুই কপি পাসপোর্ট সাইজ ফটো।
ইন্টারভিউর স্থান :

Meeting Hall-I, District Vaccine & Family Welfare Store, Office of Chief Medical Officer of Health N.N. Road, (Besides Circuit House) Cooch Behar.

ইন্টারভিউর তারিখ :

২৩শে ফেব্রুয়ারি ২০২৩, রিপোর্টিং টাইম বেলা ১০টা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts