Tuesday, January 21, 2025
Homeভারতের সংবিধানগণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF

গণপরিষদ সংক্রান্ত কমিটি তালিকা PDF

গণপরিষদের বিভিন্ন কমিটি তালিকা PDF | Committees Of The Constituent Assembly Of India

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের যেসকল কমিটি গঠন করা হয়েছিল সেসকল কমিটির নাম ও তার সভাপতি বা চেয়ারম্যানের নাম তালিকাকারে দেওয়া আছে।

বিভিন্ন চাকরির পরীক্ষায় জিকের একটি অংশ হিসাবে এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ? গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? ইত্যাদি।

গণপরিষদের বিভিন্ন কমিটি ও সভাপতি

কমিটিসভাপতি
খসড়া কমিটিবি.আর. আম্বেদকর
স্টিয়ারিং কমিটিরাজেন্দ্র প্রসাদ
মৌলিক অধিকার সংক্রান্ত পরামর্শদাতা কমিটিসর্দার বল্লভভাই প্যাটেল
ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটিরাজেন্দ্র প্রসাদ
কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটিজওহরলাল নেহেরু
কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটিজওহরলাল নেহেরু
জাতীয় পতাকা সম্পর্কিত কমিটিরাজেন্দ্র প্রসাদ
মৌলিক অধিকার সংক্রান্ত্র সাব কমিটিজে.বি. কৃপালিনী
সংখ্যালঘু উপদেষ্টা কমিটিএইচ.সি. মুখার্জি
প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটিজওহরলাল নেহেরু
সভার কার্যাবলী সম্পর্কিত কমিটিজি.ভি. মভলঙ্কার
গণপরিষদের বিভিন্ন কমিটি তালিকা PDF

File Details :


File Name : গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.6 MB

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts