কয়লা উৎপাদন বিভাগে কর্মী নিয়োগ ২০২৩ | Coalfields India Recruitment 2023
সুপ্রিয় বন্ধুরা,
কোল ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে মহানদী কোলফিল্ডস লিমিটেডে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।
পদের নাম :
- Jr. Overman
- Minning Sirdar
- Surveyor
শুন্যপদ :
মোট শুন্যপদ ২৯৫টি। যথা-
- Jr. Overman – ৮২টি।
- Minning Sirdar – ১৪৫টি।
- Surveyor – ৬৮টি।
মাসিক বেতন :
- Jr. Overman – ৩১,৮৫২/- টাকা।
- Minning Sirdar – ৩১,৮৫২/- টাকা।
- Surveyor – ৩৪,৩৯১/- টাকা।
বয়সসীমা :
২৩/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে Mining Engineering / Mine Surveying Engineering -এ Degree / Diploma করা থাকতে হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি :
GEN / OBC / EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা এবং SC / ST / PWB / Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি :
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৩রা জানুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৩শে জানুয়ারি ২০২৩ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |