Saturday, December 21, 2024
Homeশিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বশিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

টেট পরীক্ষা স্পেশাল শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF | Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF

শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন –

■ Education শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ans: Educere.

■ গান্ধীজি প্রবর্তিত ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষাব্যবস্থা কি নামে পরিচিত ?
Ans: গান্ধীজি প্রবর্তিত ‘বুনিয়াদী শিক্ষা’ নামে পরিচিত।

■ মনোবিদ ই.এল. থর্নডাইক প্রবর্তিত শিখন তত্ত্বটির নাম কি ?
Ans: সংযোজনবাদ বা সংযোজনমূলক তত্ত্ব।

■ প্রকল্প পদ্ধতিটি কে প্রচলন করেন ?
Ans: কিলপ্যাট্রিক নামক একজন শিক্ষাবিজ্ঞানী।

■ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতনে আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে শান্তিনিকেতন আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।

■ রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রদের চরিত্র গঠনের জন্য কয়টি ব্রত পালনের কথা বলেন ?
Ans: সাতটি ব্রত পালনের কথা বলেন। (সত্যব্রত, মঙ্গলব্রত, অভয়ব্রত, আনন্দব্রত, পুণ্যব্রত, স্বদেশব্রত, ব্রহ্মচর্যব্রত)।

■ কোন সালে উডের ডেসপ্যাচ হয়েছিল ?
Ans: ১৮৫৪ সালে।

■ জ্যাঁ পিঁয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন ?
Ans: জ্ঞানমূলক বিকাশ।

■ শিশুকেন্দ্রীক শিক্ষার প্রবর্তক কাকে বলা হয় ?
Ans: রুশোকে।

■ IQ কথাটির পুরো নাম কি?
Ans: Intelligence Quotient.

■ ব্যতিক্রমী শিশু বলতে কোন ধরণের শিশুকে বোঝায় ?
Ans: মেধাবী ও গুরুতর প্রতিবন্ধী।

■ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত ?
Ans: বন্ধুর মতো।

■ শিক্ষার মৌলিক উপাদান কয়টি ?
Ans: চারটি

■ কোন মনোবিদ প্রাচীন অনুবর্তন তত্বটির জনক ?
Ans: প্যাভলব।

■ শিখনের কয়টি স্তর ?
Ans: তিনটি স্তর।

■ মনোযোগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans: দুইটি।

■ “শিখন হলো অভিজ্ঞতা, অনুশীলন এবং কর্ম প্রক্রিয়ার শর্তাবলীর মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া”- কে এই সংজ্ঞাটি নিরূপন করেছেন ?
Ans: ম্যাকগক ও আয়ন।

■ প্যাভলবের শিখন তত্ত্বটি কি নামে পরিচিত ?
Ans: প্রাচীন অনুবর্তন তত্ত্ব।

■ শিখন একটি কি জাতীয় প্রক্রিয়া ?
Ans: জীবনব্যাপী প্রক্রিয়া।

■ শিক্ষাক্ষেত্রে কে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেন ?
Ans: স্পেনসার।

■ শিক্ষার পরিবেশ কেমন হওয়া প্রয়োজন ?
Ans: গণতান্ত্রিক।

■ বর্তমানে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত ?
Ans: শিশুকেন্দ্রীক ও সমাজতন্ত্রীক।

■ মানুষ প্রথম কার কাছে শিক্ষা নেয় ?
Ans: মা।

■ কোনো শিশুর বুদ্ধাঙ্ক ৯০ থেকে কম হলে তাকে কোন ধরণের শিশু বলা হয় ?
Ans: ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু।

■ শিশুর বিকাশ কথাটির অর্থ কি ?
Ans: শিশুর সার্বিক বিকাশ।

■ কে কিন্ডারগার্টেন প্রবর্তক করেন ?
Ans: ফ্রয়বেল।

■ প্রকল্প পদ্ধতিটি কে প্রবর্তক করেন ?
Ans: কিল প্যাট্রিক।

■ আত্মা সর্বদা কিসের উপর বিরাজ করে ?
Ans: জ্ঞান ও অভিজ্ঞতার উপর বিরাজ করে।

■ হীনমন্যতা বলতে কি বোঝ।
Ans: নিজেকে লুকিয়ে রাখা।

■ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদান কিসের মাধ্যমে হওয়া উচিত ?
Ans: মাতৃভাষার মাধ্যমে।

শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check: প্রাইমারি টেট সিলেবাস PDF

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts