শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF | Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন –
■ Education শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ans: Educere.
■ গান্ধীজি প্রবর্তিত ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষাব্যবস্থা কি নামে পরিচিত ?
Ans: গান্ধীজি প্রবর্তিত ‘বুনিয়াদী শিক্ষা’ নামে পরিচিত।
■ মনোবিদ ই.এল. থর্নডাইক প্রবর্তিত শিখন তত্ত্বটির নাম কি ?
Ans: সংযোজনবাদ বা সংযোজনমূলক তত্ত্ব।
■ প্রকল্প পদ্ধতিটি কে প্রচলন করেন ?
Ans: কিলপ্যাট্রিক নামক একজন শিক্ষাবিজ্ঞানী।
■ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতনে আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে শান্তিনিকেতন আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।
■ রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রদের চরিত্র গঠনের জন্য কয়টি ব্রত পালনের কথা বলেন ?
Ans: সাতটি ব্রত পালনের কথা বলেন। (সত্যব্রত, মঙ্গলব্রত, অভয়ব্রত, আনন্দব্রত, পুণ্যব্রত, স্বদেশব্রত, ব্রহ্মচর্যব্রত)।
■ কোন সালে উডের ডেসপ্যাচ হয়েছিল ?
Ans: ১৮৫৪ সালে।
■ জ্যাঁ পিঁয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন ?
Ans: জ্ঞানমূলক বিকাশ।
■ শিশুকেন্দ্রীক শিক্ষার প্রবর্তক কাকে বলা হয় ?
Ans: রুশোকে।
■ IQ কথাটির পুরো নাম কি?
Ans: Intelligence Quotient.
■ ব্যতিক্রমী শিশু বলতে কোন ধরণের শিশুকে বোঝায় ?
Ans: মেধাবী ও গুরুতর প্রতিবন্ধী।
■ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত ?
Ans: বন্ধুর মতো।
■ শিক্ষার মৌলিক উপাদান কয়টি ?
Ans: চারটি
■ কোন মনোবিদ প্রাচীন অনুবর্তন তত্বটির জনক ?
Ans: প্যাভলব।
■ শিখনের কয়টি স্তর ?
Ans: তিনটি স্তর।
■ মনোযোগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans: দুইটি।
■ “শিখন হলো অভিজ্ঞতা, অনুশীলন এবং কর্ম প্রক্রিয়ার শর্তাবলীর মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া”- কে এই সংজ্ঞাটি নিরূপন করেছেন ?
Ans: ম্যাকগক ও আয়ন।
■ প্যাভলবের শিখন তত্ত্বটি কি নামে পরিচিত ?
Ans: প্রাচীন অনুবর্তন তত্ত্ব।
■ শিখন একটি কি জাতীয় প্রক্রিয়া ?
Ans: জীবনব্যাপী প্রক্রিয়া।
■ শিক্ষাক্ষেত্রে কে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেন ?
Ans: স্পেনসার।
■ শিক্ষার পরিবেশ কেমন হওয়া প্রয়োজন ?
Ans: গণতান্ত্রিক।
■ বর্তমানে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত ?
Ans: শিশুকেন্দ্রীক ও সমাজতন্ত্রীক।
■ মানুষ প্রথম কার কাছে শিক্ষা নেয় ?
Ans: মা।
■ কোনো শিশুর বুদ্ধাঙ্ক ৯০ থেকে কম হলে তাকে কোন ধরণের শিশু বলা হয় ?
Ans: ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু।
■ শিশুর বিকাশ কথাটির অর্থ কি ?
Ans: শিশুর সার্বিক বিকাশ।
■ কে কিন্ডারগার্টেন প্রবর্তক করেন ?
Ans: ফ্রয়বেল।
■ প্রকল্প পদ্ধতিটি কে প্রবর্তক করেন ?
Ans: কিল প্যাট্রিক।
■ আত্মা সর্বদা কিসের উপর বিরাজ করে ?
Ans: জ্ঞান ও অভিজ্ঞতার উপর বিরাজ করে।
■ হীনমন্যতা বলতে কি বোঝ।
Ans: নিজেকে লুকিয়ে রাখা।
■ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদান কিসের মাধ্যমে হওয়া উচিত ?
Ans: মাতৃভাষার মাধ্যমে।
শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
File Details :
File Name : শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB
Very very helpfull this material sir I hope you will be send this types pdf thank you .
Very helpful sir ..please send regularly this kind of materials
Thank you sir