Child Development and Pedagogy MCQ in Bengali for Primary TET | Part-02
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, যেগুলি আপনাদের আগত প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্ন ও উত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ
■ কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণ চিন্তন শুরু হয় শিশুর কোন সময়ে-
ক. সংবেদন চালকমূলক স্তর
খ. যৌক্তিক সক্রিয়তার স্তর
গ. প্রাক সক্রিয়তার স্তর
ঘ. মূর্ত সক্রিয়তার স্তর
■ কে শিশুর বুদ্ধি উন্নয়নের চারটি স্তরের কথা উল্লেখ করেছেন ?
ক. কোহলবার্গ
খ. এরিকসন
গ. স্কিনার
ঘ. পিঁয়াজে
■ শিশুদের শিখন প্রক্রিয়ায় পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত ?
ক. ঋণাত্মক
খ. সহযোগিতামূলক
গ. সহানুভূতিশীল
ঘ. কোনো দিকে নয়
■ নীচের কোন স্থানে শিশুদের জ্ঞানমূলক বিকাশকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ?
ক. খেলার মাঠে
খ. বিদ্যালয়ে ও শ্রেণীকক্ষে
গ. অডিটোরিয়ামে
ঘ. ঘর বা গৃহ
■ নীচের কোনটি প্রেষণা শিক্ষণ হিসাবে মনে করা হয় ?
ক. শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি
খ. শিক্ষকের দ্বারা দেওয়া অবশিষ্ট কাজ
গ. ছাত্রদের দ্বারা করা প্রশ্ন
ঘ. শ্রেণীর নীরবতা
■ নীচের শ্রেণীতে খেলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি কিসের উপর নির্ভরশীল-
ক. শারীর শিক্ষায় তত্ত্বগত প্রোগ্রাম
খ. শিক্ষণ পদ্ধতির নীতিসমূহ
গ. উন্নয়ন ও বৃদ্ধির মনস্তাত্ত্বিক নীতিসমূহ
ঘ. শিক্ষনের সামাজিক নীতি সমূহ
■ ডিসলেক্সিয়া কিসের সাথে যুক্ত ?
ক. মানসিক বিশৃঙ্খলা
খ. গাণিতিক বিশৃঙ্খলা
গ. পড়াশুনার বিশৃঙ্খলা
ঘ. ব্যবহারের বিশৃঙ্খলা
■ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষা দেওয়া উচিত –
ক. অন্যান্য স্বাভাবিক শিশুদের সাথে
খ. বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য করা শিক্ষাপদ্ধতি দ্বারা
গ. বিশেষ শিক্ষকের
ঘ. বিশেষ শিক্ষকের দ্বারা বিশেষ বিদ্যালয়ে
■ শিক্ষণ পদ্ধতির প্রেষণা-
ক. শিশুর স্মৃতিকে তীক্ষ্ণ করে
খ. পুরানো শিক্ষার্থীর থেকে নতুন শিক্ষার্থীকে আলাদা করে
গ. শিক্ষার্থীর চিন্তাভাবনাকে নানাদিকে চালিত করে
ঘ. নতুন শিক্ষার্থীদের শিখনের আগ্রহ তৈরী করে
■ ৫৬ গ্রেডের দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের কি করা উচিত ?
ক. কিছুটা নিচুস্তরের কাজ দেওয়া উচিত
খ. পিতামাতা ও বন্ধুদের তার নিয়মিত কর্মে সাহায্য করা
গ. শ্রেণীতে সাধারণ ব্যবহার দ্বারা অডিওসিডির সাহায্য দেওয়া উচিত
ঘ. শ্রেণীকক্ষে বিশেষ ব্যবস্থা করা উচিত
■ শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীতে আগ্রহ সৃষ্টির জন্য শিক্ষকের উচিত-
ক. ব্ল্যাকবোর্ডের ব্যবহার
খ. আলোচনা
গ. গল্প বলা
ঘ. প্রশ্ন জিজ্ঞাসা করা
■ শিক্ষার্থীদের বিদ্যালয়ে খেলাধুলা করা উচিত কেন ?
ক. এটা তাদের শারীরিক ভাবে শক্তিশালী করে
খ. শিক্ষকের কাজকে সহজ করে দেয়
গ. সময়কাটাতে সাহায্য করে
ঘ. শারীরিক ভারসাম্য ও সহযোগিতা গড়ে তোলে
■ পরিবার হল শিক্ষার কোন মাধ্যম ?
ক. অনিয়ন্ত্রিত শিক্ষা
খ. নিয়ন্ত্রিত শিক্ষা
গ. প্রথাবহির্ভুত শিক্ষা
ঘ. কোনটিই নয়
■ কিভাবে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারবেন ?
ক. মহান ব্যক্তিত্বের সম্পর্কে বলে
খ. শৃঙ্খলার ধারণা তৈরি করে
গ. নিজে আদর্শের মতো ব্যবহার করে
ঘ. ভালো গল্প বলে
■ নিচের কোনটি একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ-
ক. শ্রেণীতে শৃঙ্খলা রক্ষা করা
খ. শ্রেণীতে যাওয়ার ব্যাপারে দেরি না করা
গ. ছাত্রদের সমস্যা দূর করা
ঘ. ভালো বক্তা হওয়া
■ ব্ল্যাকবোর্ড নিচের কোন ধরণের শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে পড়ে ?
ক. শ্রবণ উপকরণ
খ. দৃশ্য উপকরণ
গ. শ্রবণ ও দৃশ্য উপকরণ
ঘ. কোনোটাই নয়
■ নীচের কোনটি শিক্ষকের দক্ষতা সম্পর্কে সম্বন্ধ যুক্ত-
ক. ব্ল্যাকবোর্ডে লেখা
খ. প্রশ্নের সমাধান
গ. প্রশ্ন জিজ্ঞাসা করা
ঘ. সবকটি
■ শ্রেণীতে যে সকল ছাত্ররা প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের কি করা উচিত ?
ক. শ্রেণীর পরে শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে বলা উচিত
খ. শ্রেণীতে আলোচনায় অংশগ্রহণ করতে উৎসাহ দেওয়া উচিত
গ. প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহ দেওয়া উচিত
ঘ. নিজে আলাদাভাবে উত্তর খুঁজতে উৎসাহ দেওয়া উচিত
■ কিন্ডারগার্টেন ব্যবস্থার উদ্ভাবক কে ?
ক. টি.পি. নান
খ. স্পেন্সার
গ. ফ্রয়েবেল
ঘ. মন্তেসরি
■ একজন অভিভাবক কখনো বিদ্যালয়ে আসেন না সাক্ষাৎ করতে। আপনি কি করবেন ?
ক. শিশুকে উপেক্ষা করবেন
খ. অভিভাবককে লিখবেন
গ. আপনি নিজে গিয়ে অভিভাবকের সাথে সাক্ষাৎ করবেন
ঘ. শিশুকে শাস্তি দেবেন
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF
File Details :
File Name : Child Development & Pedagogy MCQ 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB
Evs pedagogy kothai?