Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরঅষ্টম শ্রেণি পাশে কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগ 2024

অষ্টম শ্রেণি পাশে কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগ 2024

অষ্টম শ্রেণি পাশে কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগ 2024

কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগ 2024 | Calcutta City Civil Court Recruitment 2024

অষ্টম শ্রেণি পাশে কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগ 2024
অষ্টম শ্রেণি পাশে কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগ 2024

কলকাতা সিটি সিভিল কোর্টের তরফে গ্রুপ বি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডসিটি সিভিল কোর্ট কলকাতা
পদের নামইংলিশ স্টেনোগ্রাফার এবং পিয়ন
শুন্যপদ১৬টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://citycivilcourtcalcutta.dcourts.gov.in/
পদের নাম :
গ্রুপ Bইংলিশ স্টেনোগ্রাফার
গ্রুপ Dপিয়ন
শুন্যপদ :
পদের নামশুন্যপদ
ইংলিশ স্টেনোগ্রাফার২টি
পিয়ন১৪টি
মোট১৬টি
শিক্ষাগত যোগ্যতা :

স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার অপারেটিং বিষয়ে সংশ্লিষ্ট কোর্সের সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে। এছাড়াও সঙ্গে শর্ট হ্যান্ড টাইপিং -এ দক্ষ হতে হবে।

পিয়ন পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে নূন্যতম অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।

বয়সসীমা :
ইংলিশ স্টেনোগ্রাফার১৮-৩২
পিয়ন১৮-৪০
আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :
পদUR & others excluding (SC &
EWS)
SC & EWS
ইংলিশ স্টেনোগ্রাফার৪০০/- টাকা৩৫০/- টাকা
পিয়ন২৫০/- টাকা২০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শেষ১৮ই জুলাই ২০২৪

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts