Sunday, December 22, 2024
Homeচাকরির খবরবিএসএফ নিয়োগ 2023 | BSF Recruitment 2023

বিএসএফ নিয়োগ 2023 | BSF Recruitment 2023

বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে নিয়োগ

বিএসএফ নিয়োগ 2023 | BSF Recruitment 2023

বিএসএফ নিয়োগ 2023
বিএসএফ নিয়োগ 2023

সুপ্রিয় বন্ধুরা,
বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ১৪১০টি শুন্যপদের উল্লেখ করা আছে। ভারতীয় নাগরিক হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে এবং ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল –

পদের নাম :

কনস্টেবল (ট্রেডসম্যান)।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে :
  • Cobbler
  • Tailor
  • Plumber
  • Painter
  • Electrician
  • Pump Operator
  • Draughtsman
  • Upholster
  • Tin Smith
  • Butcher
  • Cook
  • Water Carrier
  • Washer Man
  • Barber
  • Sweeper
  • Waiter
  • Mali
  • Khoji
শুন্যপদ :

মোট শুন্যপদ ১৪১০টি।

  • পুরুষ প্রার্থীদের জন্য ১৩৪৩টি।
  • মহিলা প্রার্থীদের জন্য ৬৭টি।
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI থেকে দুই বছরের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :

১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :

২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ :

বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও চাকরির খবর :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts