বাংলা বোধ পরীক্ষণ MCQ | Bodh Parikshan in Bengali | Part-08
কলকাতার একটা এলাকায় যেখানে গরীব এবং হতভাগ্য লোকেরা বাস করে,সে এলাকার নাম ‘নির্মল হৃদয়’। ঐ স্থানে এমন লোকদের আশ্রয় দেওয়া হয় যারা নিতান্তই অসুস্থ এবং নিরাশ্রয়ী। একজন ধার্মিক বৃদ্ধা মহিলাকে প্রায়শই ঐ লোকের পাশে বসে থাকতে দেখা যায় ও ঐ সমস্ত নিরাশ্রয়ী লোকদের সান্ত্বনা দিয়ে যিনি তাঁর মধুর হাসি এবং স্পর্শে তাদের ক্ষুধা নিবৃত্তি করেন। ঐ ভদ্রমহিলা অন্য কেউ নন, স্বয়ং মাদার টেরেসা। যিনি নিজের জীবনকে হতভাগ্য জনগণের সেবায় উৎসর্গীকৃত করেছেন। তিনি নিরাশ্রয়ীদের, বিশেষ করে অনাথ শিশু, বৃদ্ধ এবং ভাগ্য নিপীড়িত ক্ষুধার্ত ভিক্ষুকদের আশ্রয় দেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি সংবেদনশীল।
■ মাদার টেরেসা ধার্মিক, কারণ তিনি-
ক. একজন মহিয়সী নারী
খ. একজন ধর্মীয় নেত্রী
গ. দরিদ্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেন
ঘ. একজন সহানুভূতিশীল মহিলা
■ নির্মল হৃদয় হল-
ক. মাদার টেরেসার বাসস্থান
খ. রোগাক্রান্ত, দরিদ্রদের বাড়ি
গ. নিরাশ্রয়ীদের আবাসস্থল
ঘ. দরিদ্রদের হাসপাতাল
■ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মাদার দয়া দেখাতেন কারণ-
ক. তিনি নাস্তিক
খ. তিনি কোন ধর্ম মানেন না
গ. তিনি মানব ধর্মে বিশ্বাসী
ঘ. তিনি একজন ধার্মিক শিক্ষক
■ এই অনুচ্ছেদের প্রকৃত শিরোনাম হল-
ক. দারিদ্রের সেবা
খ. নির্মল সেবা
গ. মাদার টেরেসা
ঘ. দরিদ্র হতে দরিদ্রতর
■ ‘নিরাশ্রয়ী লোকেরাই এখানে সুযোগ পেতেন’- এ বাক্যে বোঝানো হয়েছে-
ক. অনাথকে
খ. কলকাতাকে
গ. নির্মল হৃদয়কে
ঘ. হাসপাতালকে
■ শুদ্ধ বানান কোনটি-
ক. সান্তনা
খ. সান্ত্বনা
গ. শান্তনা
ঘ. স্বান্তনা
■ নীচের কোনটি ‘নির্মল’ শব্দের অর্থ নয় ?
ক. বিমল
খ. কলঙ্ক
গ. ময়লাহীন
ঘ. অমলিন
■ মাদার টেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান ?
ক. অর্থনীতি
খ. রাজনীতি
গ. শান্তি
ঘ. কর্ম ও যোগ সাধনায়
Good
Good