বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF | Bivinno Rajar Upadhi
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস জিকের বিভিন্ন রাজার উপাধি এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, তাই আজকের পোস্টে বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF টি শেয়ার করলাম। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নিন।
বিভিন্ন রাজার উপাধি
রাজা | উপাধি |
---|---|
সমুদ্রগুপ্ত | ভারতের নেপোলিয়ান |
অশোক | প্রিয়দর্শী, দেবনাং প্রিয় |
হর্ষবর্ধন | শিলাদিত্য, সকলোত্তরপথনাথ |
চন্দ্রগুপ্ত মৌর্য | লিবারেটর |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | শকারী, বিক্রমাদিত্য |
বিন্দুসার | অমিত্রাঘাত |
বিম্বিসার | শ্রীকি |
হিউয়েন সাং | ভ্রমণকারী রাজদূত |
অজাতশত্রু | কুনিক |
দ্বিতীয় পুলকেশি | পরমেশ্বর |
কণিষ্ক | দ্বিতীয় অশোক |
নরসিংহ বর্মণ | ভট্টপিকনদা |
মহাপদ্মনন্দ | আগ্রা সেন |
বিভিন্ন রাজার উপাধি PDF
File Details :
File Name : Bivinno Rajar Upadhi
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB
Important Questions :
বিভিন্ন রাজার উপাধি এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –
■ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
Ans: সম্রাট সমুদ্রগুপ্ত।
■ প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন ?
Ans: অশোক।
■ সকলোত্তরপথনাথ কার উপাধি ছিল ?
Ans: হর্ষবর্ধন।
■ লিবারেটর কার উপাধি ?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।
■ শকারি উপাধি কে গ্রহণ করেন ?
Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
■ অমিত্রাঘাত কার উপাধি ?
Ans: বিম্বিসার।
■ দ্বিতীয় অশোক কাকে বলা হয় ?
Ans: কণিষ্ক।