Sunday, December 22, 2024
Homeপ্রাইমারি টেটBest Book List for WB Primary TET Exam

Best Book List for WB Primary TET Exam

প্রাইমারি টেট পরীক্ষার সেরা বই

WB Primary TET Book List | প্রাইমারি টেট পরীক্ষার সেরা বই

Best Book List For WB Primary TET Exam
Best Book List for WB Primary TET Exam

সুপ্রিয় বন্ধুরা,
জীবনে সফলতা পেতে গেলে যেমন লক্ষ্যকেন্দ্রিক হওয়া জরুরি, ঠিক তেমনি পরীক্ষায় সাফল্য অর্জন করতে পরীক্ষার সিলেবাস, বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং সিলেবাস উপযোগী বই ফলো করা অত্যন্ত জরুরি। এবার যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হল সঠিক সিলেবাস উপযোগী বই; বাজারে প্রাইমারি টেট পরীক্ষার এতো এতো বই রয়েছে যে, সেখান থেকে ভরসাযোগ্য বই বাছাই করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে।

তাই এরূপ সমস্যার সমাধান করতে আমরা আপনাদের প্রাইমারি টেট পরীক্ষার কমনযোগ্য ও নির্ভরযোগ্য কয়েকটি বইয়ের নাম জানিয়ে দিচ্ছি, যে বইগুলি পঠনের মাধ্যমে আপনারা আপনাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই প্রাইমারি টেট বুক লিস্টটি তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধাঁচ এবং টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাহায্য নিয়ে।

Best Books for WB Primary TET

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় মোট পাঁচটি বিষয় রয়েছে। যথা- শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ বিদ্যা। নীচে বিভিন্ন বিষয় অনুযায়ী সেরা বইগুলির নাম এবং তার লেখক বা পাবলিকেশনের নাম দেওয়া হলো-

শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন :
  • শিশু শিক্ষা – ড. দেবাশিষ পাল
বাংলা :
  • উচ্চতর বাংলা ব্যাকরণ – শ্রীবামনদেব চক্রবর্তী
  • বাংলা শিক্ষণ পদ্ধতি – ড. সুবিমল মিশ্র
ইংরেজি :
  • Objective General English – এস.পি. বক্সী
  • English Grammar – পি.কে. দে সরকার
গণিত :
  • Competitive Mathematics – সুবীর দাস
  • নিমেষে অঙ্ক – চঞ্চল ঘোষ
পরিবেশ বিদ্যা :
  • পরিবেশ বিজ্ঞান – ড. অনীশ চট্টোপাধ্যায়

এছাড়াও প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত টেক্সট বুক এবং ডি.এল.এড. কোর্সের বইগুলি অবশ্যই পড়বেন। আর শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ছায়া প্রকাশনীর প্রাইমারি টেট চ্যালেঞ্জার বইটি পড়তে পারেন।

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts