Saturday, December 21, 2024
Homeবাংলাবাংলা শিক্ষণ বিদ্যা MCQ PDF | Bengali Pedagogy

বাংলা শিক্ষণ বিদ্যা MCQ PDF | Bengali Pedagogy

প্রাইমারি টেট বাংলা শিক্ষণ বিদ্যা প্রশ্ন ও উত্তর

বাংলা শিক্ষণ বিদ্যা MCQ PDF | Bengali Pedagogy MCQ for Primary TET Exam | Part-02

বাংলা শিক্ষণ বিদ্যা MCQ
বাংলা শিক্ষণ বিদ্যা MCQ

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের বাংলা শিক্ষণ বিদ্যা MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে বাংলা পেডাগজি বা বাংলা শিক্ষণ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আমরা আশা রাখছি প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে এই বাংলা পেডাগজি প্রশ্নোত্তরগুলি আপনাদের সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

বাংলা শিক্ষণ বিদ্যা MCQ

শিখন হল-
ক. অনুশীলন সাপেক্ষ
খ. অনুশীলন নিরপেক্ষ
গ. উভয়ই
ঘ. কোনটিই নয়


শিশুদের উচ্চারণ, ছন্দ, যতিচিহ্ন শেখাতে হবে-
ক. আবৃত্তির মাধ্যমে
খ. গল্প বলার মাধ্যমে
গ. দেখা ও বলার মাধ্যমে
ঘ. কোনটিই নয়


শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ-
ক. ছাত্রদের সঙ্গে কথোপকথন
খ. শিক্ষকদের দৈহিক সৌন্দর্য
গ. মিষ্ট ভাষা ব্যবহার
ঘ. বিষয়ের গভীরতা


প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন-
ক. স্কিনার
খ. ওয়াটসন
গ. থর্নডাইক
ঘ. প্যাভলভ


পাঠদানকালে শিক্ষক মহাশয় কীসের উপর জোর দেবেন ?
ক. পুস্তকের উপর
খ. বিষয়বস্তুর উপর
গ. শিক্ষোপকরণের ব্যবহারের উপর
ঘ. কোনটিই নয়


আরোহী পদ্ধতিতে-
ক. প্রথমে সূত্র বলা হয়
খ. শুধু সূত্র আলোচিত হয়
গ. প্রথমে উদাহরণ দেওয়া হয়
ঘ. কোনটিই নয়


কথনের পরিস্থিতি কি রকম ?
ক. বিনিময় ভিত্তিক
খ. আংশিক বিনিময় ভিত্তিক
গ. একতরফা
ঘ. সবগুলি


কথা বলার দক্ষতা অর্জন নীচের কোনটির দ্বারা বোঝায় না-
ক. সঠিক স্বরনিক্ষেপ
খ. বলার সাবলীল গতি
গ. অস্পষ্ট উচ্চারণ
ঘ. বাকপটুত্ব


শিক্ষার্থীদের রসচেতনা জাগরিত হয়-
ক. কবিতা পাঠে
খ. গদ্য পাঠে
গ. গল্প পাঠে
ঘ. কোনটিই নয়


পাঠ্যপুস্তক নির্বাচনের মূলভিত্তি কি হবে ?
ক. পুস্তকের মান
খ. পুস্তকের বহিরঙ্গের আকার
গ. পরিষ্কার ছাপা ও মুদ্রণ
ঘ. পুস্তকের দাম


শিশুদের মুখ না তুলে কথা বলার অব্যাস হল-
ক. লজ্জাবোধ
খ. নিজের প্রতি আস্থার অভাব
গ. একটি মুদ্রা দোষ
ঘ. ভয়


শিশুর কথন অভ্যাস গঠনের উপযুক্ত ক্ষেত্র-
ক. গৃহ
খ. নিজের পরিবেশ
গ. বিদ্যালয়
ঘ. কোনটিই নয়


অধিক সময়ে স্বল্প পাঠ হয়-
ক. সরব পাঠে
খ. নীরব পাঠে
গ. সরব নীরব মিলিত পাঠে
ঘ. কোনোটিতেই নয়


স্বল্প সময়ে অধিক পাঠ হয়-
ক. সরব পাঠে
খ. নীরব পাঠে
গ. সরব নীরব মিলিত পাঠে
ঘ. কোনোটিতেই নয়


শিশুর দোষমুক্ত উচ্চারণের জন্য গুরুত্ব সবচেয়ে বেশি-
ক. গৃহের
খ. পরিবেশের
গ. বিদ্যালয়ের
ঘ. উভয়েরই


সর্বোত্তম প্রত্যক্ষ শিক্ষণ-শিখন উপকরণ হিসাবে বিবেচ্য-
ক. ব্ল্যাকবোর্ড
খ. শিশু বাস্তব পাঠ্য পুস্তক
গ. কম্পিউটার ডিস্ক
ঘ. কোনটিই নয়


রাজ্যের প্রাথমিক স্তরের শিক্ষাবর্ষকে ভাগ করা হয়েছে-
ক. ২টি স্তরে
খ. ৩টি স্তরে
গ. ৪টি স্তরে
ঘ. ৫টি স্তরে


‘শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ’ – উক্তিটি-
ক. বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ
গ. সত্যেন্দ্রনাথ
ঘ. বিবেকানন্দ


ভাষা শিক্ষার মূল কথা হল-
ক. ভালোভাবে পড়তে পারা
খ. লেখা ও পড়া শেখা
গ. ঠিকমতো গুছিয়ে কথা বলা
ঘ. চিন্তাকে বাণী-মূর্তি দেওয়া


পঠন দক্ষতা অর্জনের উপযুক্ত সময়-
ক. প্রথম ও দ্বিতীয় শ্রেণি
খ. তৃতীয় শ্রেণি
গ. চতুর্থ শ্রেণি
ঘ. পঞ্চম শ্রেণি


বাংলা শিক্ষণ বিদ্যা PDF

File Details :


File Name : Bengali Pedagogy MCQ 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.8 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts