Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরস্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Assistant Teacher Recruitment 2023

স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Assistant Teacher Recruitment 2023

বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠ স্কুলে শিক্ষক নিয়োগ

স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Batikar Abhedananda Vidyapith Assistant Teacher Recruitment 2023

স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠ স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের নাগরিক হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল –

পদের নাম :

অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক।

শুন্যপদ :

০৪টি।

যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে :
  • Geography
  • Pure Science
  • Sanskrit (Upper Primary)
  • Physical Science (Secondary)
শিক্ষাগত যোগ্যতা :

WBCSSC-এর নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখের নিরিখে WBCSSC-এর নিয়ম অনুযায়ী বয়সসীমা নির্ধারিত হবে।

বেতন :

শ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করতে হবে এবং নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে। এবং নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

Secretary, Batikar Abhedananda Vidyapith (H.S.), P.O.- Batikar, Dist- Birbhum, Pin- 731121

আবেদন মূল্য :

জেনারেল প্রার্থীদের জন্য ৫০০/- টাকা, ওবিসিদের প্রার্থীদের জন্য ৪০০/- টাকা, এসসি ও এসটিদের জন্য ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ :

১৯শে ফেব্রুয়ারি ২০২৩।

নিয়োগ পদ্ধতি :

শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, পারসোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন ফর্মডাউনলোড
অ্যাডমিট কার্ডডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts