Tuesday, January 21, 2025
Homeচাকরির খবর৫০০টি শুন্যপদে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি

৫০০টি শুন্যপদে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি

৫০০টি শুন্যপদে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি

ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | Bank of Baroda Recruitment 2023

৫০০টি শুন্যপদে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি
৫০০টি শুন্যপদে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি

সুপ্রিয় বন্ধুরা,
ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ৫০০টি শুন্যপদে অ্যাকুইজিশন অফিসার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :

অ্যাকুইজিশন অফিসার।

শুন্যপদ :

৫০০টি।

শিক্ষাগত যোগ্যতা :

কেন্দ্রীয় সরকার বা এআইসিটিই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

অন্যান্য যোগ্যতা :

যেকোনো পাবলিক ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, ব্রোকিং ফার্ম, সিকিউরিটি ফার্ম, অ্যাসেস ম্যানেজমেন্ট কম্পানিতে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল এরিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

বয়সসীমা :

১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন :

মেট্রো সিটিতে যারা কর্মরত হবেন তাদের বার্ষিক বেতন ৫ লক্ষ টাকা এবং নন মেট্রো সিটিতে কর্মরতদের বার্ষিক ৪ লক্ষ টাকা।

নিয়োগ পদ্ধতি :

প্রথমে অনলাইনে ১০০ নাম্বারের পরীক্ষা দিতে হবে। জেনারেল প্রার্থীদের অন্তত ৪০% এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের অন্তত ৩৫% নম্বর থাকলে তারা উত্তীর্ণ হবেন। তারপর হবে সাইকোমেট্রিক পরীক্ষা।

এরপর উত্তীর্ণ প্রার্থীদের গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। গ্রুপ ডিসকাশনে জেনারেল প্রার্থীদের জন্য কোয়ালিফাই নম্বর ৬০% এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫৫% নম্বর।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

GEN/ OBC /EWS প্রার্থীদের ৬০০/- টাকা এবং অন্যান্য জাতি এবং SC/ ST/ Persons with Disability (PWD)/Women প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২২শে ফেব্রুয়ারী ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ১৪ই মার্চ ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদনের লিঙ্কক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts