বন সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Bana Sahayak Recruitment 2023
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে বন সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট তথা পশ্চিমবঙ্গ বন দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে পুরোপুরিভাবে অস্থায়ী ভিত্তিতে প্রতিটি জেলায় বন সহায়ক হিসাবে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করতে চায়।
বন সহায়ক নিয়োগের তালিকা বাতিল – প্রতিবেদনটি পড়ুন
এই বন সহায়ক নিয়োগে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ বন দপ্তর |
পদের নাম | বন সহায়ক |
শুন্যপদ | ২০০০টি |
আবেদন মাধ্যম | অফলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | westbengalforest.gov.in |
পদের নাম :
বন সহায়ক।
শুন্যপদ :
২০০০টি।
মাসিক বেতন :
১০,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা :
অষ্টম শ্রেণি পাশ।
বয়সসীমা :
১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :
- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদনপত্র ডাউনলোড করুন।
- সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।
- বাসস্থান অনুযায়ী মুখ্য বনপালের নিকট আবেদনপত্র জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- তপশীলি জাতি / উপজাতি / অনগ্রসর শ্রেণির শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
আবেদনের শেষ তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ ১৯শে মে তারিখ থেকে ৭টি কাজের দিনের মধ্যে আবেদন করতে হবে।
Hs pass