এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF | Asian Games 2023 GK Questions Answers in Bengali PDF
আজকের পোস্টে এশিয়ান গেমস ২০২৩ প্রশ্ন উত্তর PDF শেয়ার করলাম। যেটিতে এশিয়ান গেমস এবং এশিয়ান গেমস ২০২৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। স্পোর্টস জিকের অংশ হিসাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে।
এশিয়ান গেমস ২০২৩
সংস্করণ | ১৯তম |
তারিখ | ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩ |
আয়োজক দেশ | চীন |
স্থান | হ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার |
ইভেন্ট | ৪৮১ (৪০টি খেলা) |
সর্বাধিক পদক জয় | চীন |
ভারতের মোট পদক | ১০৭টি |
ভারতের র্যাংক | চতুর্থ |
এশিয়ান গেমস ২০২৩ প্রশ্ন উত্তর
■ প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: ভারতের নিউ দিল্লীতে।
■ প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৫১ সালে।
■ কত বছর অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ?
উত্তর: চার বছর অন্তর।
■ এশিয়ান গেমস অন্য আর কি নামে পরিচিত ?
উত্তর: এশিয়াড।
■ এশিয়ান গেমস ২০২৩ কততম আসর ?
উত্তর: ১৯তম।
■ ২০২৩ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর: চীনের হ্যাংজুতে।
■ এশিয়ান গেমস ২০২৩ এর অফিসিয়াল মাসকটের নাম কি ?
উত্তর: Chenchen, Congcong, Lianlian (Memories of Jiangnan).
■ এশিয়ান গেমস ২০২৩ এর মোটো কি ?
উত্তর: Heart to Heart, @Future.
■ এশিয়ান গেমস ২০২৩ এর উদ্বোধন করেছেন কে ?
উত্তর: চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
■ এশিয়ান গেমস ২০২৩ এ মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল ?
উত্তর: ৪৫টি।
■ এশিয়ান গেমস ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন ?
উত্তর: ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং ভারতীয় বক্সার লভলিনা বোরগোহাইন।
■ এশিয়ান গেমস ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন ?
উত্তর: ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ।
■ এশিয়ান গেমস ২০২৩ এ কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে ?
উত্তর: চীন (মোট পদক ৩৮৩টি; সোনা ২০১টি, রুপো ১১১টি এবং ব্রোঞ্জ ৭১টি)।
■ এশিয়ান গেমস ২০২৩ পদক তালিকায় ভারতের স্থান কত ?
উত্তর: চতুর্থ (প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে জাপান এবং তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া)।
■ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত মোট কয়টি পদক জিতেছে ?
উত্তর: ১০৭টি।
■ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি সোনার পদক জিতেছে ?
উত্তর: ২৮টি।
■ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি রুপোর পদক জিতেছে ?
উত্তর: ৩৮টি।
■ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি ব্রোঞ্জ পদক জিতেছে ?
উত্তর: ৪১টি।
■ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কোন খেলায় সবচেয়ে বেশি পদক জিতেছে ?
উত্তর: অ্যাথলেটিক্স।
■ ২০২৬ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: ২০২৬ সালে ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে।
■ ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: ২০১৮ সালে ১৮তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তায়।
■ এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী কে ?
উত্তর: শচীন নাগ।
■ এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা মহিলা কে ?
উত্তর: কমলজিৎ সান্ধু।
এশিয়ান গেমস 2023 PDF
File Details :
File Name : Asian Games 2023 GK
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB