Monday, December 30, 2024
Homeস্পোর্টসএশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF | Asian Games 2023 GK in...

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF | Asian Games 2023 GK in Bengali

এশিয়ান গেমস 2023 PDF

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF | Asian Games 2023 GK Questions Answers in Bengali PDF

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF | Asian Games 2023 GK in Bengali
এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF | Asian Games 2023 GK in Bengali

আজকের পোস্টে এশিয়ান গেমস ২০২৩ প্রশ্ন উত্তর PDF শেয়ার করলাম। যেটিতে এশিয়ান গেমস এবং এশিয়ান গেমস ২০২৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। স্পোর্টস জিকের অংশ হিসাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে।

এশিয়ান গেমস ২০২৩
সংস্করণ১৯তম
তারিখ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩
আয়োজক দেশচীন
স্থানহ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার
ইভেন্ট৪৮১ (৪০টি খেলা)
সর্বাধিক পদক জয়চীন
ভারতের মোট পদক১০৭টি
ভারতের র‍্যাংকচতুর্থ
এশিয়ান গেমস ২০২৩ প্রশ্ন উত্তর

প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: ভারতের নিউ দিল্লীতে।

প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৫১ সালে।

কত বছর অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ?
উত্তর: চার বছর অন্তর।

এশিয়ান গেমস অন্য আর কি নামে পরিচিত ?
উত্তর: এশিয়াড।

এশিয়ান গেমস ২০২৩ কততম আসর ?
উত্তর: ১৯তম।

২০২৩ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর: চীনের হ্যাংজুতে।

এশিয়ান গেমস ২০২৩ এর অফিসিয়াল মাসকটের নাম কি ?
উত্তর: Chenchen, Congcong, Lianlian (Memories of Jiangnan).

এশিয়ান গেমস ২০২৩ এর মোটো কি ?
উত্তর: Heart to Heart, @Future.

এশিয়ান গেমস ২০২৩ এর উদ্বোধন করেছেন কে ?
উত্তর: চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

এশিয়ান গেমস ২০২৩ এ মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল ?
উত্তর: ৪৫টি।

এশিয়ান গেমস ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন ?
উত্তর: ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং ভারতীয় বক্সার লভলিনা বোরগোহাইন।

এশিয়ান গেমস ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন ?
উত্তর: ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ।

এশিয়ান গেমস ২০২৩ এ কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে ?
উত্তর: চীন (মোট পদক ৩৮৩টি; সোনা ২০১টি, রুপো ১১১টি এবং ব্রোঞ্জ ৭১টি)।

এশিয়ান গেমস ২০২৩ পদক তালিকায় ভারতের স্থান কত ?
উত্তর: চতুর্থ (প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে জাপান এবং তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া)।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত মোট কয়টি পদক জিতেছে ?
উত্তর: ১০৭টি।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি সোনার পদক জিতেছে ?
উত্তর: ২৮টি।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি রুপোর পদক জিতেছে ?
উত্তর: ৩৮টি।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি ব্রোঞ্জ পদক জিতেছে ?
উত্তর: ৪১টি।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কোন খেলায় সবচেয়ে বেশি পদক জিতেছে ?
উত্তর: অ্যাথলেটিক্স।

২০২৬ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: ২০২৬ সালে ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে।

২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: ২০১৮ সালে ১৮তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তায়।

এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী কে ?
উত্তর: শচীন নাগ।

এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা মহিলা কে ?
উত্তর: কমলজিৎ সান্ধু।

এশিয়ান গেমস 2023 PDF

File Details :


File Name : Asian Games 2023 GK
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts