April 2023 Last Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রইলো এপ্রিল ২০২৩ শেষ সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
April 2023 Last Week CA Quiz
কুইজ
এপ্রিল ২০২৩ শেষ সপ্তাহ
প্রশ্ন সংখ্যা
৩০টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. Third In-Person Quad Summit হোস্ট করবে কোন দেশ?
#2. Cycling Federation of India (CFI)-এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?
#3. ‘Smoke and Ashes’ শিরোনামে বই লিখছেন কে?
#4. NASSCOM-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কে?
#5. সমাজসেবামূলক ক্রিয়াকলাপের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন কে?
#6. World Intellectual Property Day পালন করা হয় কবে?
#7. লক্ষাধিক ফোনে ইমারজেন্সি এলার্ট সিস্টেম টেস্ট করলো কোন দেশ?
#8. “1 Billion Meals Endowment” ক্যাম্পেইন লঞ্চ করলো কোন দেশ?
#9. বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল খুঁজে পাওয়া গেল কোথায়?
#10. সম্প্রতি কোন রাজ্যের মানামাদুরাই মৃৎ শিল্প GI tag পেল?
#11. দীর্ঘ ১০ বছর কোন রাজ্যের কালেসর ন্যাশনাল পার্কে বাঘের দেখা মিলল?
#12. ChatGPT সাথে প্রতিযোগিতা করতে “GigaChat” নামে AI প্রোগ্রাম লঞ্চ করলো কোন দেশ?
#13. Air India-র চিফ টেকনিকাল অফিসার (CTO) পদে নিযুক্ত হলেন কে?
#14. Green World Award 2023 জিতলো ভারতের কোন মেট্রো?
#15. আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয় কবে?
#16. বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে?
#17. কোন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন?
#18. দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসেবে টি-২০ ক্রিকেটে ৭০০০ সম্পূর্ণ করলেন কে?
#19. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে?
#20. World Bank’s Logistics Performance Index 2023-এ ভারতের স্থান কত?
#21. ৩৫৬৫টি পঞ্চায়েতে Kisan Sampark Abhiyan লঞ্চ করছে কোন সরকার?
#22. কোথায় G-20 Park তৈরির ঘোষণা করলো কেন্দ্র?
#23. বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালন করা হয় কবে?
#24. ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ কে?
#25. JioCinema-র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে?
#26. পৃথিবী দিবস পালন করা হয় কবে?
#27. কোন দেশের নতুন বিদেশ মন্ত্রী হলেন নারায়ণ প্রসাদ সৌদ?
#28. Hurun Global Unicorn Index 2023-এ ভারতের স্থান কত?
#29. World’s Wealthiest Cities 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর?
#30. SATHI নামে পোর্টাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন মন্ত্রক?