Friday, January 24, 2025
Homeএএনএম ও জিএনএমANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF | ANM GNM Question Answer...

ANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF | ANM GNM Question Answer in Bengali

এএনএম জিএনএম পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

ANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF | ANM GNM Question Answer 2023

ANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF
ANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও জেনারেল নলেজ বিষয় থেকে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে; যেগুলি আপনাদের আগত এএনএম জিএনএম পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্ন ও উত্তরগুলি দেখে নিন-

প্রশ্ন: কোন জ্ঞানেন্দ্রিয় কে স্বাদেন্দ্রিয় বলা হয় ?
উত্তর: জিহ্বাকে।

প্রশ্ন: ট্যাকটাইল রোম উপস্থিত থাকে কোন পতঙ্গের ?
উত্তর: আরশোলার ।

প্রশ্ন: কর্ণের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি ?
উত্তর: অটোলিথ।

প্রশ্ন: কোন স্বাদ গ্রাহক জিহ্বার অগ্রভাগে অবস্থান করে ?
উত্তর: মিষ্টি।

প্রশ্ন: বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় ?
উত্তর: রেটিনায়।

প্রশ্ন: কোন অপকারী ব্যাকটেরিয়া মানবদেহে কলেরা রোগ সৃষ্টি করে ?
উত্তর: ভিব্রিও কলেরী।

প্রশ্ন: কোন অপকারী প্রোটোজয়া মানবদেহে আমাশয় রোগ সৃষ্টি করে ?
উত্তর: এন্টামিবা হিস্টোলাইটিকা।

প্রশ্ন: একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম বলো ?
উত্তর: অ্যাজোটোব্যাকটার/রাইজোবিয়াম।

প্রশ্ন: কোন জীবাণুকে নিউক্লিয়ার ঝিল্লী নাই ?
উত্তর: ব্যাকটেরিয়া।

প্রশ্ন: একটি উপকারী ছত্রাকের নাম বলো ?
উত্তর: ঈস্ট।

প্রশ্ন: রৌপ্যমুদ্রা হাইড্রোজেনের সালফাইডের সংস্পর্শে আসলে কোন বর্ণ ধারণ করে ?
উত্তর: কালো।

প্রশ্ন: তীব্র ঝাঁজালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস কোনটি ?
উত্তর: অ্যামোনিয়া।

প্রশ্ন: মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উত্তর: 98.6 ডিগ্রি ফারেনহাইট।

প্রশ্ন: মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তর: নিউটন।

প্রশ্ন: সৌরমন্ডলের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহের নাম কি ?
উত্তর: বৃহস্পতি।

প্রশ্ন: নদীর জলে কি থাকে ?
উত্তর: গতিশক্তি।

প্রশ্ন: সৌরমণ্ডলের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে ?
উত্তর: শনির।

প্রশ্ন: যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে কি বলে ?
উত্তর: অস্বচ্ছ মাধ্যম।

প্রশ্ন: 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মান পরম স্কেলে কত হবে ?
উত্তর: 400 কেলভিন।

প্রশ্ন: দন্ত পরিক্ষা করতে কোন ধরণের দর্পনের ব্যবহার করা হয় ?
উত্তর: অবতল দর্পন।

প্রশ্ন: ঝড়ঝঞ্জার কাল কোন সময়কালকে বোঝানো হয় ?
উত্তর: বয়সসন্ধিক্ষণকে।

প্রশ্ন: ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।

প্রশ্ন: হাজার দুয়ারী প্যালেস কোন জেলায় অবস্থিত ?
উত্তর: মুর্শিদাবাদ।

প্রশ্ন: ভারতের বৃহত্তম জঙ্গলময় রাজ্য কোনটি ?
উত্তর: মধ্যপ্রদেশ।

প্রশ্ন: ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি ?
উত্তর: হাওড়া ব্রীজ।

ANM GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF

File Details :


File Name : ANM GNM Question Answer
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts