Sunday, December 22, 2024
Homeচাকরির খবরআলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 | Alipurduar Anganwadi Recruitment 2024

আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 | Alipurduar Anganwadi Recruitment 2024

আলিপুরদুয়ার জেলায় নতুন অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি

আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 | Alipurduar Anganwadi Recruitment 2024

আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 | Alipurduar Anganwadi Recruitment 2024
আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ 2024 | Alipurduar Anganwadi Recruitment 2024

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত আলিপুরদুয়ার, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট ব্লকের বিভিন্ন সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হলো-

রিক্রুটমেন্ট বোর্ডআলিপুরদুয়ার সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প
পদের নামঅঙ্গনওয়াড়ি সহায়িকা
শুন্যপদ৯০টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটeapplyicdsalipurduar.in
পদের নাম :

অঙ্গনওয়াড়ি সহায়িকা।

শুন্যপদ :

সবমিলিয়ে মোট শুন্যপদ ৯০টি।

ব্লক ভিত্তিক শুন্যপদ :
ব্লকশুন্যপদ
আলিপুরদুয়ার II (Addl.)৫টি
আলিপুরদুয়ার II (Main)৯টি
ফালাকাটা (Addl)৮টি
ফালাকাটা (Main)১২টি
কালচিনি (Addl-II)৭টি
 কালচিনি (Addl-I) ৩টি
কালচিনি (Main)৫টি
কুমারগ্রাম (Main)৫টি
কুমারগ্রাম (Addl)৫টি
মাদারিহাট (Addl) ১৪টি
মাদারিহাট (Main)১২টি
আলিপুরদুয়ার আরবান৫টি
মোট৯০টি
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের ইন্টারভিউ হবে ১০ নম্বরের। লিখিত পরীক্ষায় কোয়ালিফায়িং মার্কস ৩০, অর্থাৎ ন্যূনতম ৩০ পেলে তবেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২০শে ফেব্রুয়ারি ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ২০শে মার্চ ২০২৪

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তিক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts