ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF | Age Limits in Indian Constitution
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF টি প্রদান করলাম। যেটিতে ভারতীয় সংবিধানে উল্লেখিত পদাধিকারীদের নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স সীমা এবং সর্বোচ্চ বয়স সীমা তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি প্রশ্ন এসে থাকে। যেমন- রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত ? রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য ন্যূনতম বয়স কত হতে হয় ? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ? ইত্যাদি। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
সংবিধানে উল্লেখিত বয়স সীমা
পদের নাম | ন্যূনতম বয়স | সর্বোচ্চ বয়স |
---|---|---|
রাষ্ট্রপতি | ৩৫ বছর | সীমা নেই |
উপরাষ্ট্রপতি | ৩৫ বছর | সীমা নেই |
রাজ্যপাল | ৩৫ বছর | সীমা নেই |
মুখ্যমন্ত্রী | ২৫ বছর | সীমা নেই |
লোকসভার স্পিকার | ২৫ বছর | সীমা নেই |
লোকসভার সদস্য | ২৫ বছর | সীমা নেই |
রাজ্যসভার সদস্য | ৩০ বছর | সীমা নেই |
MLA | ২৫ বছর | সীমা নেই |
MLC | ৩০ বছর | সীমা নেই |
ভোটদান | ১৮ বছর | সীমা নেই |
পৌরসভার সদস্য | ২১ বছর | সীমা নেই |
পঞ্চায়েত সদস্য | ২১ বছর | সীমা নেই |
কারখানায় কাজ | ১৪ বছর | সীমা নেই |
CAG | সীমা নেই | ৬৫ বছর |
UPSC চেয়ারম্যান | সীমা নেই | ৬৫ বছর |
UPSC সদস্য | সীমা নেই | ৬৫ বছর |
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি | সীমা নেই | ৬৫ বছর |
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি | সীমা নেই | ৬৫ বছর |
হাইকোর্টের প্রধান বিচারপতি | সীমা নেই | ৬২ বছর |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | সীমা নেই | ৬২ বছর |
অ্যাটর্নি জেনারেল | সীমা নেই | ৬৫ বছর |
অ্যাডভোকেট জেনারেল | সীমা নেই | ৬২ বছর |
সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF
File Details :
File Name : Age Limits in Indian Constitution
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.2 MB