Tuesday, January 21, 2025
Homeস্ট্যাটিক জিকেবিভিন্ন এসিডের উৎস PDF | কিসে কোন এসিড থাকে

বিভিন্ন এসিডের উৎস PDF | কিসে কোন এসিড থাকে

বিভিন্ন এসিডের উৎস তালিকা PDF

বিভিন্ন এসিডের উৎস PDF | কিসে কোন এসিড থাকে | Acids and their Sources List in Bengali

বিভিন্ন এসিডের উৎস PDF
বিভিন্ন এসিডের উৎস PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন এসিডের উৎস PDF টি শেয়ার করলাম। যেটিতে কিসে কোন এসিড থাকে তা তালিকাকারে দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

বিভিন্ন এসিডের উৎস তালিকা
এসিডউৎস
ম্যালিক এসিডআপেল
অ্যাসিটিক এসিডভিনিগার
ল্যাকটিক এসিডদই
অক্সালিক এসিডটমেটো
অ্যাসকরবিক এসিডআমলকী
কার্বনিক এসিডকোল্ড ড্রিংকস
ট্যানিক এসিডচা
ইউরিক এসিডমূত্রে
সাইট্রিক এসিডআঙুর, কমলালেবু
টারটারিক এসিডআঙুর, তেঁতুল
ফরমিক এসিডপিঁপড়ে, মৌমাছির হুল
বিউটারিক এসিডরানসিড বাটার
হাইড্রোক্লোরিক এসিডগ্যাস্ট্রিক রস
স্টিয়ারিক এসিডসাবান
ওলিক এসিডঅলিভ অয়েল
বিভিন্ন এসিডের উৎস তালিকা PDF

File Details :


File Name : Acids and their Sources List
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB

Important Questions :

বিভিন্ন এসিডের উৎস এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –

মৌমাছির হুলে কোন এসিড থাকে ?
Ans: মিথানয়িক এসিড বা ফরমিক এসিড।

পিঁপড়ার হুলেকোন এসিড থাকে ?
Ans: ফরমিক এসিড।

আপেলে কোন এসিড থাকে ?
Ans: ম্যালিক এসিড।

তেঁতুলে কোন এসিড থাকে ?
Ans: টারটারিক এসিড।

দইয়ে কোন এসিড থাকে ?
Ans: ল্যাকটিক এসিড।

চায়ে কোন এসিড থাকে ?
Ans: ট্যানিক এসিড।

টমেটোতে কোন এসিড থাকে ?
Ans: অক্সালিক এসিড।

কমলালেবুতে কোন এসিড থাকে ?
Ans: সাইট্রিক এসিড।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts