ANM GNM Notification 2024 | Eligibility | Exam Pattern | Exam Date
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে ANM GNM 2024 পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার প্যাটার্ন, আবেদন পদ্ধতি, পরীক্ষার তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
বোর্ড | পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড |
পরীক্ষার নাম | এএনএম ও জিএনএম |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | wbjeeb.nic.in |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা :
৩১শে জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ১৭ বছর হতে হবে।
পরীক্ষার প্যাটার্ন :
বিষয় | ক্যাটাগরি ১ | ক্যাটাগরি ২ | মোট প্রশ্ন | মার্কস |
---|---|---|---|---|
জীবন বিজ্ঞান | ৩০ | ১০ | ৪০ | ৫০ |
ভৌত বিজ্ঞান | ১৫ | ৫ | ২০ | ২৫ |
বেসিক ইংলিশ | ১৫ | – | ১৫ | ১৫ |
অঙ্ক | ১০ | – | ১০ | ১০ |
জেনারেল নলেজ | ১০ | – | ১০ | ১০ |
লজিক্যাল রিজনিং | ৫ | – | ৫ | ৫ |
মোট | ৮৫ | ১৫ | ১০০ | ১১৫ |
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
SC/ ST/ OBC/ EWS/ Orphan | ৩০০/- টাকা |
বাকি অন্যান্য | ৪০০/- টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ :
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |