Tuesday, November 26, 2024
Homeচাকরির খবরপশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতিমূলক নিয়োগের বিজ্ঞপ্তি

পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024
পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার অন্তর্গত কাঁকসা, পাণ্ডবেশ্বর, ফরিদপুর দুর্গাপুর, রাণীগঞ্জ, অন্ডাল, রাণীগঞ্জ (শহরাঞ্চল), জামুরিয়া (শহরাঞ্চল) ব্লকের বিভিন্ন সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতিমূলক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিম বর্ধমান সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প
পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী
শুন্যপদ৬৬টি
আবেদন মাধ্যমঅফলাইন
অফিশিয়াল ওয়েবসাইটpurulia.gov.in
পদের নাম :

অঙ্গনওয়াড়ি কর্মী।

শুন্যপদ :

সবমিলিয়ে মোট শুন্যপদ ৬৬টি।

ব্লক ভিত্তিক শুন্যপদ :
ব্লকশুন্যপদ
কাঁকসা১৮টি
পাণ্ডবেশ্বর৭টি
ফরিদপুর দুর্গাপুর৯টি
রাণীগঞ্জ২৫টি
অন্ডাল৫টি
রাণীগঞ্জ (শহরাঞ্চল)১টি
জামুরিয়া (শহরাঞ্চল)১টি
মোট৬৬টি
শিক্ষাগত যোগ্যতা :

সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন যে সকল সহায়িকা ১৯শে সেপ্টেম্বর ২০১৩ এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন, তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের দশম শ্রেণি পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না।

বয়সসীমা :

২৮শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর ৬৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতাসহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৪৫০০/- টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৩৭৫০/- টাকা।

নিয়োগ পদ্ধতি :

সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় ৩৫ নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর।

আবেদন পদ্ধতি :

অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র ব্লকভিত্তিক উল্লেখিত কার্যালয়ে সীলকরা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা নিম্নে দেওয়া ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন।

আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৮শে ফেব্রুয়ারি ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ২০শে মার্চ ২০২৪

***রাণীগঞ্জ, রাণীগঞ্জ (শহরাঞ্চল), জামুরিয়া (শহরাঞ্চল) এর আবেদন তারিখ- ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১৫ই মার্চ ২০২৪ পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তিক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts