ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট 2023 | WBPSC Audit And Accounts Service Recruitment 2023
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা সংক্রান্ত একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডিটেইলড নোটিফিকেশন প্রকাশিত হলে জানানো হবে।
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন |
পরীক্ষার নাম | অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
পরীক্ষার নাম :
অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস।
ডিপার্টমেন্ট :
ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতক হতে হবে অথবা Institute of Chartered Accountants of India অথবা Institute of Cost Accountants of India -র একজন সদস্য হওয়া আবশ্যক। এছাড়াও MBA/PGDM (FINANCE) অথবা সমান যোগ্যতার কোনও স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন :
মাসিক বেতন ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি :
প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা ও ইন্টারভিউ এই তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন মূল্য :
আবেদন মূল্য ২১০/- টাকা। তবে এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |