Friday, January 3, 2025
Homeচাকরির খবরপূর্ব রেলওয়ের বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

পূর্ব রেলওয়ের বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

ভারতীয় পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2023 | Eastern Railway Apprentice Recruitment 2023

পূর্ব রেলওয়ের বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ
পূর্ব রেলওয়ের বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে পূর্ব রেলের বিভিন্ন কেন্দ্রে অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মনে রাখবেন এটা শুধুমাত্র একটি ট্রেনিং, কোনোরকম চাকরি না। এই ট্রেনিং এর মাধ্যমে পূর্ব রেলের বিভিন্ন কেন্দ্রে কাজ শেখার সুযোগ পাবেন।

রিক্রুটমেন্ট বোর্ডরেলওয়ে রিক্রুটমেন্ট সেল
পদের নামঅ্যাপ্রেন্টিস
শুন্যপদ৩১১৫টি
আবেদন মাধ্যমঅনলাইন
প্রশিক্ষণের নাম :

অ্যাপ্রেন্টিস।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে :
  • Fitter
  • Welder
  • Machinist
  • Carpenter
  • Painter
  • Lineman
  • Electrician
  • Wireman
  • etc
ডিভিশন অনুযায়ী শুন্যপদ :
ডিভিশনশুন্যপদ
হাওড়া৬৫৯
লিলুয়া৬১২
শিয়ালদহ৪৪০
কাঁচরাপাড়া১৮৭
মালদা১৩৮
আসানসোল৪১২
জামালপুর৬৬৭
মোট৩১১৫
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :

আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে SC / ST / PwBD / Women প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৭শে সেপ্টেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৬শে অক্টোবর ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts