Sunday, December 22, 2024
Homeখবরউচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ? জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ? জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ? জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ? | আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হবে দুটি নতুন বিষয়

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ?

সুপ্রিয় বন্ধুরা,
গত ১৪ই মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্য জুড়ে প্রায় ৮ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন। গত ২৭শে মার্চ কোনোরকম বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এই পরীক্ষা।

পরীক্ষা শেষ সুতরাং এবার অপেক্ষা রেজাল্টের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ তথা কোন সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে পারে সেই সম্পর্কে জানিয়েছে শিক্ষা সংসদ।

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সুপ্রিমকোর্টের নির্দেশানুযায়ী আগামী জুন মাসের ১০ তারিখের আগেই প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

প্রসঙ্গত, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেহেতু এর আগে কোনো বড় পরীক্ষা দেয়নি, কারণ করোনা পরিস্থিতির জন্য তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। ফলে তাদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক। আর এই কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র সহজ করার পরিকল্পনা ছিল বলে জানান সংসদ সভাপতি।

এছাড়াও আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স এই দুটি নতুন বিষয়কে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts