Friday, December 27, 2024
Homeকলকাতা পুলিশকলকাতা পুলিশ প্রশ্ন উত্তর | Kolkata Police GK Questions Answers

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর | Kolkata Police GK Questions Answers

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর | Kolkata Police GK Questions Answers | Part-04

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর প্রদান করলাম। এই জিকে প্রশ্নোত্তরগুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, সার্জেন্ট প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Kolkata Police GK Questions 04 :

প্রশ্ন: কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে ?
উত্তরঃ গ্রাফাইট।

প্রশ্ন: কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্থক্য একই ?
উত্তরঃ -৪০ডিগ্রি সেলসিয়াস।

প্রশ্ন: বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয় দ্বীপ কোনটি ?
উত্তরঃ ব্যারেন ও নারকন্ডোম।

প্রশ্ন: ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি ?
উত্তরঃ মারিনা ব্রিচ।

প্রশ্ন: জলে ভাসে এমন ধাতুর নাম বলো ?
উত্তরঃ লিথিয়াম ও সোডিয়াম।

প্রশ্ন: ২০১১ সালের জনগণনা অনুসারে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তরঃ চতুর্থ।

প্রশ্ন: কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে ?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে।

প্রশ্ন: ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ ডায়াবেটিস।

প্রশ্ন: কোন পেশিতে অনুপ্রস্থ রেখা দেখা যায় না ?
উত্তরঃ অরেখ পেশিতে।

প্রশ্ন: ভারতের সংবিধান সংশোধন করা হয় কোন ধারা অনুসারে ?
উত্তরঃ ৩৬৮ নং ধারা।

প্রশ্ন: কততম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকার এই মৌলিক অধিকারটি বাদ দেওয়া হয়েছে ?
উত্তরঃ ৪২তম সংশোধন।

প্রশ্ন: প্রথম শিখ যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ ১৮৪৫-৪৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কোন শহরকে “সিটি অফ প্যালেস” বলা হয় ?
উত্তরঃ কলকাতা।

প্রশ্ন: জন-গণ-মন জাতীয় সংগীতটি কবে প্রথম গাওয়া হয় ?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: ভারতীয় ফুটবলে প্রথম ‘অর্জুন পুরস্কার’ কে পান ?
উত্তরঃ পি. কে. ব্যানার্জী।

প্রশ্ন: কে ভারতের প্রথম মডেল যিনি বিশ্ব সুন্দরী হন ?
উত্তরঃ রীতা ফারিয়া।

প্রশ্ন: কবে হিজরি যুগের সূচনা হয় ?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কেরলের প্রধান ভাষা কি ?
উত্তরঃ মালায়লাম।

প্রশ্ন: ২০২২ সালের রিপোর্ট অনুসারে ভারতের দুষিততম শহর কোনটি ?
উত্তরঃ দিল্লী।

প্রশ্ন: ভারতের ৭৮তম দাবা গ্র্যান্ড মাষ্টার কে হলেন ?
উত্তরঃ কৌস্তব চ্যাটার্জী।

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Kolkata Police GK 04
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts