যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৩ | Yantra India Limited Apprentice Recruitment 2023
সুপ্রিয় বন্ধুরা,
যন্ত্র ইন্ডিয়া লিমিটেড 5,395 জনকে বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের একটি উদ্যোগ। মাধ্যমিক পাশ হলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল-
প্রশিক্ষণের নাম :
অ্যাপ্রেন্টিস ট্রেনিং (Non-ITI Category & ITI Category)।
শুন্যপদ :
মোট শুন্যপদ 5,395টি।
শিক্ষাগত যোগ্যতা :
- Non-ITI প্রার্থীদের ক্ষেত্রে অন্তত পক্ষে 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ম্যাথমেটিক্স ও সায়েন্স বিষয়ের প্রতিটিতে অন্তত 40 শতাংশ নম্বর থাকতে হবে।
- Ex-ITI প্রার্থীদের ক্ষেত্রে অন্তত পক্ষে 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট শাখার ট্রেড টেস্টে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
বয়সসীমা :
28শে মার্চ 2023 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর ছাড় পাবেন।
বেতন :
ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে।
Name of Trade | Stipend (Per Month) |
---|---|
Non-ITI Apprentice | Rs. 6,000/- |
Ex-ITI Apprentice | Rs. 7,000/- |
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
UR / OBC প্রার্থীদের 200/- টাকা এবং SC / ST / Women / PWD / Others (Transgender) 100/- টাকা।
নিয়োগ পদ্ধতি :
মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | 27.02.2023 |
আবেদন প্রক্রিয়া শেষ | 28.03.2023 |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
Hi khub sundar job