Saturday, December 21, 2024
Homeচাকরির খবরআশা কর্মী নিয়োগ 2023 পূর্ব বর্ধমান

আশা কর্মী নিয়োগ 2023 পূর্ব বর্ধমান

মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

আশা কর্মী নিয়োগ 2023 পূর্ব বর্ধমান | Asha Karmi Recruitment 2023 Purba Bardhaman

আশা কর্মী নিয়োগ 2023 পূর্ব বর্ধমান
আশা কর্মী নিয়োগ 2023 পূর্ব বর্ধমান

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকার সংযুক্ত তফসিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে চুক্তিভিত্তিক আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :

আশা কর্মী।

শুন্যপদ :

১৭৪টি।

শিক্ষাগত যোগ্যতা :

প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা :
  • কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
  • প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
  • গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।

আবেদন পদ্ধতি :

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করতে হবে এবং নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে। এবং নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।

যে সমস্ত নথিপত্র দরখাস্তের সাথে দাখিল করতে হবে :
  • নিজের ভোটার কার্ড / রেশন কার্ডের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশীটের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
  • তপশীলি জাতি ও উপজাতির উপযুক্ত শংসাপত্রের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
  • নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটো।
  • ৫ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম।
  • আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

To The SDO & Member Secretary Asha Selection Committee, _____Sub Division, Purba Bardhaman.

আবেদনের শেষ তারিখ :

১৫ই ফেব্রুয়ারি ২০২৩।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও দেখুন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts