Sunday, December 22, 2024
Homeচাকরির খবরইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ ২০২২-২৩

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ ২০২২-২৩

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ ২০২২-২৩

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ | IOCL Apprentice Recruitment 2022-23

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ ২০২২-২৩
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ ২০২২-২৩

সুপ্রিয় বন্ধুরা,
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।

Advertisement No :

IOCL/MKTG/APPR/2022-23

পদের নাম :

Apprentice (Trade/Technician/ Graduate)

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে :
  • Technician Apprentice
  • Trade Apprentice
  • Graduate Apprentice
  • Trade Apprentice (DEO Fresher)
  • Trade Apprentice (DEO Skill Certificate Holder)
  • Trade Apprentice (RSA Fresher)
  • Trade Apprentice (RSA Skill Certificate Holder)
  • Trade Apprentice Fitter
শুন্যপদ :

মোট শুন্যপদ ১৭৪৪টি।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ITI বা ডিপ্লোমা বা B.Com বা B.Sc বা BA করা থাকতে হবে। ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিচের তালিকায় দেওয়া হল-

  • Technician Apprentice – ডিপ্লোমা
  • Trade Apprentice – মাধ্যমিক, ITI
  • Graduate Apprentice – B.Com/B.SC/BA
  • Trade Apprentice (DEO Fresher) – উচ্চ মাধ্যমিক
  • Trade Apprentice (DEO Skill Certificate Holder) – উচ্চ মাধ্যমিক
  • Trade Apprentice (RSA Fresher) – উচ্চ মাধ্যমিক
  • Trade Apprentice (RSA Skill Certificate Holder) – উচ্চ মাধ্যমিক
  • Trade Apprentice Fitter – মাধ্যমিক, ITI
বয়সসীমা :

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৪ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ৩রা জানুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
Apply Nowক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts