সুপ্রিয় বন্ধুরা, আজকের পোস্টে আপনাদের বুদ্ধ্যঙ্ক বণ্টনের তালিকাটি প্রদান করলাম। প্রাইমারি টেট, সিটেট সহ বিভিন্ন চাকরির পরীক্ষার এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- যাদের বুদ্ধ্যঙ্কের মান ১৪০ এর উপরে তাদের কি বলা হয়ে থাকে ? যাদের বুদ্ধ্যঙ্কের মান ৬৯ এর নীচে তাদের কি বলা হয় ? ইত্যাদি। সুতরাং তালিকাটি খুব ভালো করে দেখে নিন।