বাংলা বোধ পরীক্ষণ MCQ | Bangla Bodh Parikhan for Primary TET | Part-07
মানুষকে অমানুষিকতার হাত থেকে বাঁচাতে হলে মানবতাকেই করতে হবে একমাত্র অবলম্বন। কথা আছে, বাঘ বাঘের মাংস খায় না – কথাটা সত্য। বাঘও বাঘের বেলায় নিজেদের সাধারণ ব্যাঘ্রত্ব সম্বন্ধে সচেতন। ব্যাঘ্র পরস্পর অভিন্ন। অতএব অবধ্য। মানুষকেও সচেতন করে তুলতে হবে সাধারণ মানবতা সম্বন্ধে। এখন ধর্ম আর সেক্যুলারিজমের ওপর জোর দিতে গিয়ে আমরা সাধারণ মানবতাকে শুধু ঘাটো নয়, প্রায় মুছে ফেলেছি আমাদের জীবন থেকে। আমরা নির্ভেজাল মুসলমান বা নির্ভেজাল হিন্দু কিনা এ দাবিই আজ সবচেয়ে উচ্চকণ্ঠ। পাশাপাশি দুই দেশের দুই বৃহত্তর সমাজে আজ এ দাবিই সবচেয়ে উদগ্র। নির্ভেজাল মানুষ হোক – এ স্বাভাবিক দাবি কোথাও শোনা যায় না – পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র এ দাবি অনুপস্থিতিতেই বিশিষ্ট।
■ ‘বাঘ বাঘের মাংস খায় না’ – কথাটির মর্মার্থ হল –
ক. বাঘের মাংস সুস্বাদু নয় তাই বাঘ খায় না
খ. বাঘ বাঘকে হত্যা করতে পারে না তাই তার মাংস খায় না
গ. বাঘ নিজের জাতি সম্বন্ধে সচেতন
ঘ. বাঘ নিজের জাতিকে পছন্দ করে না তাই
■ ‘সেক্যুলারিজম’ কথাটির অর্থ হল –
ক. জাতীয়তা
খ. ধর্মনিরপেক্ষতা
গ. স্বাজাত্য বোধ
ঘ. ধর্মবিরোধিতা
■ পাশাপাশি দুই দেশের দুই বৃহত্তর সমাজে আজ কোন দাবি সবচেয়ে উদগ্র ?
ক. অর্থনৈতিক দিক থেকে কোন দেশ কত উন্নত
খ. ধর্মগতভাবে কোন দেশ কত নির্ভেজাল
গ. কোন দেশ কত শক্তিশালী
ঘ. প্রযুক্তির দিক থেকে কোন দেশ কত উন্নত
■ ‘নির্ভেজাল মানুষ হোক’ – নির্ভেজাল মানুষ কথার অর্থ হল –
ক. সৎ মানুষ
খ. দয়ালু মানুষ
গ. ধর্মনিরপেক্ষ মানুষ
ঘ. ধর্মবিরোধী মানুষ
■ ‘ব্যাঘ্রত্ব’ শব্দটি তৈরি হয়েছে –
ক. সমাজের মাধ্যমে
খ. উপসর্গের মাধ্যমে
গ. তৎসম শব্দ থেকে এসেছে
ঘ. প্রত্যয়ের মাধ্যমে
■ ব্যাঘ্র পরস্পর অভিন্ন কারণ –
ক. আকৃতিগত ভাবে অভিন্ন
খ. স্বভাবগত ভাবে অভিন্ন
গ. জাতিগত দিক থেকে অভিন্ন
ঘ. শিকার করার পদ্ধতির দিক থেকে অভিন্ন
■ ‘নির্ভেজাল’ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
ক. নির্ + ভেজল
খ. নি + ভেজাল
গ. নি + ভের্জাল
ঘ. নিঃ + ভেজাল