উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ ২০২২ | University of North Bengal Guest Teacher Recruitment 2022
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জলপাইগুড়ির ক্যাম্পাসে বাংলা, ইংরেজি, ভূগোল ও সংস্কৃত বিভাগে গেস্ট টিচার নিয়োগের জন্য একটি ওয়াক-ইন-ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম :
গেস্ট টিচার।
বেতন :
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে প্রতি ক্লাসের ভিত্তিতে পারিশ্রমিক ধার্য করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
ইউজিসি বা রাজ্য সরকারের যোগ্যতামানের নির্ধারিত নিয়মানুযায়ী।
আবেদন পদ্ধতি :
আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন প্রয়োজনীয় নথি ও তার ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর স্থান :
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের কোঅর্ডিনেটরের অফিসে (Office of the Coordinator, N.B.U, Jalpaiguri Campus, Jalpaiguri- 735101)।
ইন্টারভিউর তারিখ :
- বাংলা বিভাগ – ২২শে নভেম্বর সকাল ১১ টা – রিপোর্টিং টাইম সকাল ১০ টা।
- ইংরেজি বিভাগ – ১৭ই নভেম্বর সকাল ১১ টা – রিপোর্টিং টাইম সকাল ১০ টা।
- ভূগোল বিভাগ – ১৮ই নভেম্বর সকাল ১১ টা – রিপোর্টিং টাইম সকাল ১০ টা।
- সংস্কৃত বিভাগ – ২৫শে নভেম্বর সকাল ১১ টায় – রিপোর্টিং টাইম সকাল ১০ টা।
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |