Sunday, December 22, 2024
Homeচাকরির খবরপৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Mathabhanga Municipality Recruitment 2022

পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022
পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে এবং ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

এই নিয়োগে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম

  • Clerical Assistant 
  • Cleaning Staff

শুন্যপদ

  • Clerical Assistant  – 01টি।
  • Cleaning Staff – 01টি।

বয়সসীমা

01.01.2022 তারিখ অনুযায়ী 18 বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • Clerical Assistant -এর ক্ষেত্রে স্নাতক পাস সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।
  • Cleaning Staff -এর ক্ষেত্রে মাধ্যমিক পাস।

মাসিক বেতন

  • Clerical Assistant  – 10,000 টাকা।
  • Cleaning Staff – 5,000 টাকা।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদনের জন্য কোনো রকম টাকা লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Chairman, Mathabhanga, Municipality, B.N. Road, Ward No-03, P.O-Mathabhanga, Dist. – Cooch Behar, Pin – 736146

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু01.09.2022
আবেদন প্রক্রিয়া শেষ15.09.2022

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্রDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts