বিভিন্ন এসিডের উৎস PDF | কিসে কোন এসিড থাকে | Acids and their Sources List in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন এসিডের উৎস PDF টি শেয়ার করলাম। যেটিতে কিসে কোন এসিড থাকে তা তালিকাকারে দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
বিভিন্ন এসিডের উৎস তালিকা
এসিড | উৎস |
---|---|
ম্যালিক এসিড | আপেল |
অ্যাসিটিক এসিড | ভিনিগার |
ল্যাকটিক এসিড | দই |
অক্সালিক এসিড | টমেটো |
অ্যাসকরবিক এসিড | আমলকী |
কার্বনিক এসিড | কোল্ড ড্রিংকস |
ট্যানিক এসিড | চা |
ইউরিক এসিড | মূত্রে |
সাইট্রিক এসিড | আঙুর, কমলালেবু |
টারটারিক এসিড | আঙুর, তেঁতুল |
ফরমিক এসিড | পিঁপড়ে, মৌমাছির হুল |
বিউটারিক এসিড | রানসিড বাটার |
হাইড্রোক্লোরিক এসিড | গ্যাস্ট্রিক রস |
স্টিয়ারিক এসিড | সাবান |
ওলিক এসিড | অলিভ অয়েল |
বিভিন্ন এসিডের উৎস তালিকা PDF
File Details :
File Name : Acids and their Sources List
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB
Important Questions :
বিভিন্ন এসিডের উৎস এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –
■ মৌমাছির হুলে কোন এসিড থাকে ?
Ans: মিথানয়িক এসিড বা ফরমিক এসিড।
■ পিঁপড়ার হুলেকোন এসিড থাকে ?
Ans: ফরমিক এসিড।
■ আপেলে কোন এসিড থাকে ?
Ans: ম্যালিক এসিড।
■ তেঁতুলে কোন এসিড থাকে ?
Ans: টারটারিক এসিড।
■ দইয়ে কোন এসিড থাকে ?
Ans: ল্যাকটিক এসিড।
■ চায়ে কোন এসিড থাকে ?
Ans: ট্যানিক এসিড।
■ টমেটোতে কোন এসিড থাকে ?
Ans: অক্সালিক এসিড।
■ কমলালেবুতে কোন এসিড থাকে ?
Ans: সাইট্রিক এসিড।
I am stdunt