Wednesday, November 27, 2024
Homeজেনারেল নলেজ75টি ভারতের রামসার সাইট তালিকা PDF | Ramsar Sites in India

75টি ভারতের রামসার সাইট তালিকা PDF | Ramsar Sites in India

ভারতের সমস্ত রামসার সাইটের তালিকা

ভারতের রামসার সাইট তালিকা 2022 PDF | Ramsar Sites in India 2022 Bengali PDF

ভারতের রামসার সাইট তালিকা PDF | Ramsar Sites in India
ভারতের রামসার সাইট তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে 75টি ভারতের রামসার সাইট তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত রামসার ওয়েটল্যান্ড সাইট তথা রামসার সাইটের নাম ও অবস্থান সমূহ তালিকাকারে দেওয়া আছে।

রামসার সাইট সম্পর্কিত তথ্য

■ রামসার কনভেনশন কি ?
জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন, যেটি রামসার কনভেনশন নামে পরিচিত।

এককথায় বলা যায়, রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।

■ রামসার সাইট কাকে বলে ?
রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।

■ ভারতের রামসার সাইটের সংখ্যা কয়টি ?
বর্তমানে (আগস্ট ২০২২) ভারতের রামসার সাইটের সংখ্যা ৭৫টি।

সুতরাং সময় অপচয় না করে ভারতের সমস্ত রামসার সাইট তালিকাটি দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য তালিকাটির ঠিক নীচে পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন। আর আমরা এই তালিকাটি প্রস্তুত করেছি রামসার সাইটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

ভারতের নতুন ১১টি রামসার সাইট

নংরামসার সাইটঅবস্থান
1তাম্পারা হ্রদওড়িশা
2হীরাকুদ জলাধারওড়িশা
3আনশুপা হ্রদওড়িশা
4যশবন্ত সাগরমধ্যপ্রদেশ
5চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
6সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্সতামিলনাড়ু
7ভাদুভুর পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
8কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
9থানে ক্রিকমহারাষ্ট্র
10হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভজম্মু ও কাশ্মীর
11শালবুগ জলাভূমি কনজারভেশন রিজার্ভজম্মু ও কাশ্মীর

ভারতের সমস্ত রামসার সাইট

নংরামসার সাইটঅবস্থান
1চিল্কা হ্রদওড়িশা
2ভেতরকণিকা ম্যানগ্রোভওড়িশা
3সাতকোশিয়া ঘাটওড়িশা
4তাম্পারা হ্রদওড়িশা
5হীরাকুদ জলাধারওড়িশা
6আনশুপা হ্রদওড়িশা
7ভেম্বানদ কয়াল জলাভূমিকেরালা
8অষ্টমুদি জলাভূমিকেরালা
9সস্থামকোট্টা হ্রদকেরালা
10সখ্য সাগরমধ্যপ্রদেশ
11সিরপুর জলাভূমিমধ্যপ্রদেশ
12যশবন্ত সাগরমধ্যপ্রদেশ
13ভোজ জলাভূমিমধ্যপ্রদেশ
14লোনার হ্রদমহারাষ্ট্র
15নন্দুর মধমেশ্বরমহারাষ্ট্র
16থানে ক্রিকমহারাষ্ট্র
17পয়েন্ট ক্যালিমেরে বন্যপ্রাণী ও পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
18কারিকিলি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
19পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্টতামিলনাড়ু
20পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্টতামিলনাড়ু
21কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
22মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগরতামিলনাড়ু
23ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্সতামিলনাড়ু
24ভেলোড পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
25বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
26উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
27চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
28সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্সতামিলনাড়ু
29ভাদুভুর পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
30কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
31Tsomoririলাদাখ
32Tso Kar Wetlandলাদাখ
33রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্যকর্ণাটক
34পালা জলাভূমিমিজোরাম
35নন্দা হ্রদগোয়া
36পূর্ব কলকাতা জলাভূমিপশ্চিমবঙ্গ
37সুন্দরবন জলাভূমিপশ্চিমবঙ্গ
38দিপর বিলআসাম
39উলার হ্রদজম্মু ও কাশ্মীর
40হোকেরা জলাভূমিজম্মু ও কাশ্মীর
41সুরিনসার মনসার হ্রদজম্মু ও কাশ্মীর
42হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভজম্মু ও কাশ্মীর
43শালবুগ জলাভূমি কনজারভেশন রিজার্ভজম্মু ও কাশ্মীর
44চন্দ্র তালহিমাচলপ্রদেশ
45পং ড্যাম হ্রদহিমাচলপ্রদেশ
46রেণুকা হ্রদহিমাচলপ্রদেশ
47Asan Conservation Reserveউত্তরাখণ্ড
48Beas Conservation Reserveপাঞ্জাব
49হরিকা জলাভূমিপাঞ্জাব
50রোপার জলাভূমিপাঞ্জাব
51কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভপাঞ্জাব
52কাঞ্জলি জলাভূমিপাঞ্জাব
53নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্যপাঞ্জাব
54সম্বর হ্রদরাজস্থান
55কেওলাদেও ন্যাশনাল পার্করাজস্থান
56সমন পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ
57সমসপুর পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ
58নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ
59পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ
60স্যান্ডি পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ
61সুর সরোবরউত্তরপ্রদেশ
62ঊর্ধ্ব গঙ্গা নদীউত্তরপ্রদেশ
63সরসাই নবার ঝিলউত্তরপ্রদেশ
64বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্যউত্তরপ্রদেশ
65হায়দেরপুর জলাভূমিউত্তরপ্রদেশ
66কার্বাতাল জলাভূমিবিহার
67রুদ্রসাগর জলাভূমিত্রিপুরা
68কোলেরু হ্রদঅন্ধ্রপ্রদেশ
69লোকটাক হ্রদমণিপুর
70নল সরোবর পক্ষী অভয়ারণ্যগুজরাট
71খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যগুজরাট
72থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্যগুজরাট
73ওয়াধভানা জলাভূমিগুজরাট
74সুলতানপুর জাতীয় উদ্যানহরিয়ানা
75ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্যহরিয়ানা

Year wise Designation of 75 Ramsar Sites

Year of DesignationNo of site Designated
19812
19904
200213
20056
20121
201911
20205
202114
202219
Total75

Download Section


File Name : Ramsar Sites in India
Language : Bengali
No. of Pages : 06
Size : 0.5 MB

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts