Sunday, December 22, 2024
Homeপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গের মন্ত্রীসভা ২০২২ PDF | West Bengal Minister List 2022 in Bengali

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা ২০২২ PDF | West Bengal Minister List 2022 in Bengali

পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রী তালিকা

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা 2022 PDF | পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা ২০২২ PDF | West Bengal Minister List 2022 in Bengali
পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা ২০২২ PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা ২০২২ PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রী ও তিনি কোন দপ্তরে আছেন বা কোন দপ্তরের কার্যভার পেয়েছেন তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। এই একটি তালিকাটিতেই পশ্চিমবঙ্গের সমস্ত ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীর তালিকা দেওয়া আছে।

এ তালিকাটি আমরা প্রস্তুত করেছি পশ্চিমবঙ্গ সরকারের সরকারী ওয়েবসাইট থেকে। সুতরাং আর দেরী না করে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা ২০২২ PDF টি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রীসভা

দপ্তরভারপ্রাপ্ত মন্ত্রীস্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রমন্ত্রী
কৃষিশোভনদেব চট্টোপাধ্যায়
কৃষি বিপণনবেচারাম মান্না
প্রাণী সম্পদ বিকাশস্বপন দেবনাথ
অনগ্রসর শ্রেণী কল্যাণবুলু চিক বরাইক
বিজ্ঞান, টেকনোলজি ও বায়ো-টেকনোলজিউজ্জ্বল বিশ্বাস
ক্রেতা সুরক্ষাবিপ্লব মিত্রশ্রীকান্ত মাহাতো
সমবায়অরূপ রায়
সংশোধনমূলক প্রশাসনঅখিল গিরি
বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষাজাভেদ আহমেদ খান
পরিবেশমানস রঞ্জন ভুনিয়া
অর্থচন্দ্রিমা ভট্টাচার্য
ফায়ার ও এমারজেন্সি সার্ভিসসুজিত বোস
মৎস্যবিপ্লব রায় চৌধুরী
খাদ্য ও গণবণ্টনরথিন ঘোষজ্যোৎস্না মান্ডি
খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালনসুব্রত সাহা
বনজ্যোতিপ্রিয় মল্লিকবীরবাহা হাঁসদা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমমতা বন্দ্যোপাধ্যায়চন্দ্রিমা ভট্টাচার্য
উচ্চ শিক্ষাব্রাত্য বসু
স্বরাষ্ট্রমন্ত্রী ও পার্বত্য বিষয়কমমতা বন্দ্যোপাধ্যায়
আবাসনঅরুপ বিশ্বাস
তথ্য ও সংস্কৃতিমমতা বন্দ্যোপাধ্যায়ইন্দ্রনীল সেন
ইনফরমেশন টেকনোলজি ও ইলেকট্রনিক্সবাবুল সুপ্রিয়
সেচ ও জলপথ পরিবহণপার্থ ভৌমিকইয়াসমিন সাবিনা
বিচারমলয় ঘটক
শ্রমমলয় ঘটক
ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসনমমতা বন্দ্যোপাধ্যায়চন্দ্রিমা ভট্টাচার্য
শিল্প ও বাণিজ্যশশী পাঁজা
আইনমলয় ঘটক
গ্রন্থাগার ও গণশিক্ষা প্রসারসিদ্দিকুল্লাহ চৌধুরী
ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্রচন্দ্রনাথ সিনহাতাজমুল হোসেন
সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষামহঃ গুলাম রাব্বানি
অচিরাচরিত শক্তি ও পুনর্রভব সম্পদজ্যোতিপ্রিয় মল্লিক
উত্তরবঙ্গ উন্নয়নউদয়ন গুহইয়াসমিন সাবিনা
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নপ্রদীপ মজুমদারবেচারাম মান্না ও শিউলী সাহা
সংসদ বিষয়কশোভনদেব চট্টোপাধ্যায়সন্ধ্যারাণী টুডু
পশ্চিমাঞ্চল উন্নয়নসন্ধ্যারাণী টুডু
কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কারমমতা বন্দ্যোপাধ্যায়
প্ল্যানিং, স্ট্যাটিস্টিক ও প্রোগ্রাম মনিটরিংমমতা বন্দ্যোপাধ্যায়চন্দ্রিমা ভট্টাচার্য
বিদ্যুৎঅরুপ বিশ্বাসআখিরুজ্জামান
পাবলিক হেলথ ইঞ্জিয়ারিংপুলক রায়
পাবলিক ওয়ার্কসপুলক রায়
পাবলিক এন্টারপ্রাইজ ও ইন্ডাস্ট্রিয়াল রিকনট্রাকশনশশী পাঁজা
স্কুল শিক্ষাব্রাত্য বসুসত্যজিৎ বর্মণ
সেলফ হেল্প গ্রুপ ও সেলফ এমপ্লয়মেন্টবীরবাহা হাঁসদা
সুন্দরবন উন্নয়নবঙ্কিম চন্দ্র হাজরা
কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতাইন্দ্রনীল সেন
পর্যটনবাবুল সুপ্রিয়
পরিবহণস্নেহাশিস চক্রবর্তীদিলীপ মণ্ডল
আদিবাসী উন্নয়নবুলু চিক বরাইক
নগর উন্নয়ন ও পৌর বিষয়কফিরাদ হাকিম
জল সম্পদ উন্নয়নমানস রঞ্জন ভুনিয়া
নারী, শিশু ও সমাজ কল্যাণশশী পাঁজা
ক্রীড়া ও যুব কল্যাণঅরূপ বিশ্বাসমনোজ তিওয়ারি
পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা ২০২২

PDF Download Section ::


PDF Name : West Bengal Minister List 2022
Language : Bengali
No. of Pages : 04
Size : 0.4 MB

Also Check: পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি
Sourcewb.gov.in
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts